এভারেডি লঞ্চ করল ডিজিটাল ফিল্ম ‘হিরো বননে কা পাওয়ার’

এভারেডির তরফ থেকে লঞ্চ হল শক্তিশালী ডিজিটাল ফিল্ম, ‘হিরো বননে কা পাওয়ার’। এই ফিল্মে বুমলাইট টর্চের উদ্ভাবনী এবং তার ক্ষমতাকেই তুলে ধরা হয়েছে। যেখানে এটির ব্যবহারকারীরা প্রতিদিন এক নায়কের মতোই উৎযাপন করে।

এই ফিল্মটির মধ্য দিয়ে যে বার্তা দেওয়া হয়েছে তা হল, সমস্ত নায়ক ক্যাপ পরেন না, কেউ কেউ টর্চও বহন করে। এই ফিল্মটির গল্পটি হল, একদিকে যখন সূর্য অস্ত যাচ্ছে তখনও ক্রিকেট খেলায় ডুবে দুটি ছেলে। যাঁদের মধ্যে একজন হঠাৎ-ই একটি শক্তিশালী শট নেয়।যার ফলে বলটি গিয়ে পড়ে এক অন্ধকার জঙ্গলের মাঝে।এদিকে দিনের শেষে কমে এসেছে আলো। আলাদা কোনও আলোর উৎসও নেই। এমন এক পরিস্থিতিতে বলটি খুঁজে বের করতে মোটেই রাজি হয়নি একটি ছেলে।তখনই এগিয়ে আসে একটি মেয়ে। তার এভারেডি রিজার্জেবল টর্চের সাহায্যে অন্ধকারের মধ্যে থেকে বলটি খুঁজেও বের করে সে।অর্থাৎ একটি দিন মেয়েটি বাঁচায় তাঁর দ্রুত সিদ্ধান্ত নেওযার ক্ষমতার সঙ্গে রিচার্জবেল ফ্ল্যাশলাইট থাকায়। চলচ্চিত্রটি শেষ হয় এই বার্তা দিয়ে যে, এভারেডি হিরো বননে কা পাওয়ার। অর্থাৎ এই ব্র্যান্ডটির উদ্দেশ্য হ’ল দৈনন্দিন বীরত্বের ক্ষমতায়ন ও উদযাপন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 4 =