ইভিএম ওখান থেকেই হ্যাক করার চেষ্টা করছে, আশঙ্কা মুখ্যমন্ত্রীর

‘ওরা ইভিএম এখন থেকেই হ্যাক করার চেষ্টা করছে। আমাদের কাছে ও কিছু তথ্য এসেছে। ইন্ডিয়া জোটের বৈঠক হোক। ওখানে আমাদের বিষয়টা নিয়ে আলোচনা হবে।’ সরকারি প্রকল্পের উদ্বোধনী মঞ্চ থেকে বিজেপির বিরুদ্ধে এমনই বিস্ফোরক অভিযোগ আনতে দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এদিন তিনি যে অভিযোগ করেন তাতে এটাই স্পষ্ট যে, ২০২৪-এর লোকসভা নির্বাচনে ইলেক্ট্রনিক মেশিন হ্যাক হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন মমতা। বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠকে এমনটাই দাবি করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, এব্যাপারে ‘ইন্ডিয়া’ জোটের আগামী বৈঠকে আলোচনা হবে।

পাশাপাশি মমতা এও বলেন, ‘আমাদের কাছে কিছু প্রমাণ এসেছে। কিছু প্রমাণ আমরা খুঁজছি। সেসব হাতে এলে জোটের আগামী বৈঠকে এটা নিয়ে আলোচনা করব’। এদিন মুখ্যমন্ত্রী দাবি করেন, আগামী লোকসভা নির্বাচনে দিল্লিতে ক্ষমতায় আসবে বিরোধী জোট। এই জোটের অস্তিত্ব গোটা দেশে রয়েছে। এনডিএ ছেড়ে সমস্ত শরিক দল চলে গিয়েছে। এনডিএ-এর আর কোনও গুরুত্ব নেই।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 + 16 =