প্রাক্তন প্রেমিকাকে অস্ত্র দেখিয়ে হুমকি কাশীপুরে

প্রাক্তন প্রেমিকাকে অস্ত্র উঁচিয়ে হুমকির অভিযোগ উঠল উত্তর কলকাতার কাশীপুরে। এই হুমকির অভিযোগে অমিত চক্রবর্তী নামে বছর ২৭-এর এক যুবককে গ্রেপ্তারও করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ওই তরুণীর সঙ্গে পাঁচ বছর প্রেমের সম্পর্কে ছিলেন অমিত। ২০২০-তে সোশ্যাল মিডিয়ায় পরিচয় থেকে প্রেম। তবে ২০২৩ সালে তা ভেঙে যায়। কিন্তু সম্পর্ক শেষ হওয়ার পরও শান্তি নেই অভিযোগকারিণীর। বছর খানেক আগে তাঁদের সম্পর্ক ভেঙে গেলেও প্রায়ই অশান্তি করছিলেন ওই যুবক। শুধু তাই নয়, ব্রেকআপের পর তরুণীর অফিস চত্বরে গিয়েও ঝামেলা করে আসেন অমিত।

অন্যদিকে ওই তরুণী পেশায় আইটি কর্মী। তাঁর অভিযোগ, সম্পর্ক ভাঙার পর থেকে অনবরত তাঁকে নানা ভাবে বিরক্ত করতেন অমিত। ফোন করে কটূক্তিও করতেন। এরই মধ্যে শনিবার দুপুরে তাঁর বাড়ির সামনে অস্ত্র নিয়ে চলে আসেন অমিত। সেই সময় তরুণী রাস্তায় ছিলেন। তাঁকে উত্যক্ত করতে থাকেন অমিত। এরপরই এই ঘটনায় দু’জনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। তরুণীর চিৎকার শুনে তাঁর দাদা বাড়ির বেরিয়ে এলে পকেট থেকে ধারালো অস্ত্র বের করে হুমকি দেন অমিত। এর পরই পুলিশে অভিযোগ দায়ের হয়। অমিতকে গ্রেপ্তার করে কাশীপুর থানার পুলিশ। এই ঘটনার পর আতঙ্কিত তরুণী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen + four =