মাধ্যমিকর দ্বিতীয় দিনেও পরীক্ষা বাতিলের ধারা অব্যাহত। মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে খবর, মাধ্যমিকের দ্বিতীয় দিনেও ৬ জন পড়ুয়ার পরীক্ষা বাতিল হয়েছে। পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে আসার জেরে পরীক্ষা বাতিল।
এর মধ্যে উত্তর দিনাজপুরের গোয়ালপেখোরের নন্দঝোর তপসিলি আদৰ্শ বিদ্যাপীঠ পরীক্ষাকেন্দ্রের ৪ জন ছাত্র মোবাইল ফোনে প্রশ্নের ছবি তুলে কোচিং সেন্টারের শিক্ষকের কাছে পাঠায় বলেই জানা গিয়েছে। পাঠানো প্রশ্নের উত্তরও আসে ফোনে বলে অভিযোগ। এই নিয়ে মাধ্যমিকের মোট ৯ জন পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করল পর্ষদ।
প্রসঙ্গত, মাধ্যমিকের প্রথম দিনেই দুই পড়ুয়ার পরীক্ষা বাতিল করে পর্ষদ। আলিপুরদুয়ারের এক পরীক্ষার্থী মোবাইল-সহ ধরা পড়ায় তার পরীক্ষাও বাতিল করা হয়। অন্যদিকে, হাওড়ার বালিতে আরও এক পরীক্ষার্থী স্মার্ট-ওয়াচ নিয়ে পরীক্ষাকেন্দ্রে ধরা পড়ায় পরীক্ষা বাতিল করে পর্ষদ। পরীক্ষা শুরুর ১ ঘণ্টার মধ্যে ধরা পড়ায়, এই দুই পড়ুয়ার চলতি বছরের সব পরীক্ষাই বাতিল করল মধ্যশিক্ষা পর্ষদ।
মাধ্যমিকে মোবাইল রুখতে সর্বোতভাবে কড়া পর্ষদ! আগেই জানানো হয়েছিল, কোনও পরীক্ষার্থীর কাছে মোবাইল পাওয়া গেলে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে। এখানেই শেষ নয়, নজরদারির কাজে নিয়োজিত শিক্ষক-শিক্ষিকাদের মোবাইল নিয়েও কড়া ব্যবস্থা।
মাধ্যমিকে ডিউটির সময় সকাল ৯টা থেকে বিকেল ৪টে পর্যন্ত শিক্ষকরা মোবাইল রাখতে পারবেন না। এমনকী যাঁরা নজরদারির কাজে নিয়োজিত নন, কিন্তু পরীক্ষা কেন্দ্রে নানা কারণে ডিউটিতে থাকছেন তাঁরাও মোবাইল রাখতে পারবেন না, এমনটাই নির্দেশ মধ্য়শিক্ষা পর্ষদের।