বর্ষায় ঘুরে আসুন কুর্গ থেকে

বর্ষার দিনগুলোতে আমাদের সকলেরই মনে হয়, কদিন ছুটি নিয়ে কোথাও বেড়িয়ে পড়ি । কিন্ত কোথায় যাবেন স্থির করতে পারছেন না। আপনার জন্যই বৃষ্টিভেজা দিনের জন্য নিয়ে এলাম স্বপ্নের ডেস্টিনেশন কুর্গ-কে। কুর্গ অঞ্চলটি ঘন অরণ্যে পরিপূর্ণ। তাই এখানে বহু অচেনা উদ্ভিদ এবং প্রাণীরও দেখা মেলে। তবে বর্ষায় কুর্গের জলপ্রপাতের মোহনীয় রূপ আর লেকের মনভোলানো সৌন্দর্য সঙ্গে বিশালা এলাকা জুড়ে কফির বাগান আপনাকে মুগ্ধ করবেই ।

কুর্গের প্রাকৃতিক সৌন্দর্য্য উপভোগ করা পাশাপাশি রয়েছেও ট্রেকিং, কফি বাগান ঘুরে দেখা। আর তারই ফাঁকে সেরে ফেলতে পারেন অচেনা প্রাণীদের সাথে ক্ষণিকের আলাপচারিতাও।

কুর্গের প্রধান আকর্ষণ বলতে রয়েছে পুষ্পগিরি অভয়ারণ্য, কোটেবেট্টা পাহাড় এবং ভারতের দ্বিতীয় বৃহত্তম যোগ জলপ্রপাত ।

এখন কথা হল কীভাবে যাবেন?

ভারতের যে কোনো শহর থেকে পৌঁছে যান মহীশূর বা মাইশোর বিমানবন্দর । বিমানবন্দর থেকে গাড়ি নিয়ে ১২০ কিমি দূরত্ব অতিক্রম করে পৌঁছে যান কুর্গ ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − three =