এফ.এ.আই বোর্ডের চেয়ারম্যান নির্বাচিত হলেন কোরোম্যান্ডেল ইন্টারন্যাশনালের এস. শংকরাসুব্রামনিয়ান

ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া (এফএআই)-এর পরিচালনা পর্ষদ ৩১ অক্টোবর ২০২৫ তারিখে অনুষ্ঠিত বৈঠকে কোরোম্যান্ডেল ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, মি. এস. শংকরাসুব্রামনিয়ান-কে এফএআই-এর নতুন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেছে।

এর পাশাপাশি এখন থেকে হিন্দুস্তান উর্বরক অ্যান্ড রাসায়ন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. সিবা প্রসাদ মহান্তি, যিনি পূর্বে দুই জন সহ-চেয়ারম্যানের একজন ছিলেন, তিনি এবার একমাত্র সহ-চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।

এই প্রসঙ্গে বলে রাখা শ্রেয়, মি. শংকরাসুব্রামনিয়ান, যিনি বর্তমানে এফএআই বোর্ডের সহ-চেয়ারম্যান এবং দক্ষিণাঞ্চলীয় অঞ্চলের চেয়ারম্যান, সার শিল্পে তিন দশকেরও বেশি অভিজ্ঞতা অর্জন করেছেন, বিশেষ করে ফসফেটিক ও পটাশিক (পি অ্যান্ড কে) সেক্টরে।

নির্বাচনের পর শংকরাসুব্রামনিয়ান জানান, ‘এফএআই উদ্ভাবন ও টেকসই উন্নয়নের লক্ষ্যে সম্পদের দক্ষ ব্যবহার ও সুষম পুষ্টির মাধ্যমে এগিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা আত্মনির্ভর ভারতের উদ্দেশ্য পূরণের লক্ষ্যে নীতি-নির্ধারকদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করব। আমাদের লক্ষ্য হলো শিল্পের উদ্দেশ্যগুলোকে জাতীয় কৃষিনীতির সঙ্গে সামঞ্জস্য রেখে প্রবৃদ্ধি, স্থিতিশীলতা ও দীর্ঘমেয়াদি খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা।’

এর পাশাপাশি ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া প্রাক্তন চেয়ারম্যান মি. শৈলেশ সি. মেহতার নেতৃত্বের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে এবং ভবিষ্যতেও তাঁর পরামর্শ ও সহায়তা কামনা করেছে। ১৯৫৫ সালে প্রতিষ্ঠিত এফএআই একটি অলাভজনক শীর্ষ শিল্প সংগঠন, যা সার উৎপাদক, পরিবেশক, আমদানিকারক, যন্ত্র প্রস্তুতকারক, গবেষণা প্রতিষ্ঠান এবং উপকরণ সরবরাহকারীদের প্রতিনিধিত্ব করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − nine =