সিগন্যালিংয়ে ত্রুটি, দমদমে বিপর্যস্ত রেল পরিষেবা

শনিবার সকালে ফের সমস্যা দমদম রেল স্টেশনে। কারণ, সেই সিগন্যালে ত্রুটি। সূত্রের খবর, এদিন দমদমের তিন নম্বর আপ লাইনে সিগন্যালিং প্রক্রিয়ার ত্রুটি ধরা পড়ে। স্বয়ংক্রিয় সিগন্যালিং প্রক্রিয়া সম্পূর্ণভাবে বসে যায়। ফলে ম্যানুয়ালি কাজ করতে হয়। যে কারণে বেশ কয়েকটি ট্রেন লাইনের উপর দাঁড়িয়ে। মুহূর্তের মধ্যে খবর ছড়িয়ে পড়ে নিত্যযাত্রীদের মধ্যে। বেশ কয়েকটি স্টেশনে দাঁড়িয়ে যায় একাধিক লোকাল। এরফলে অনেক ট্রেনই দেরিতে চলে। এদিকে একেবারে ‘পিক টাইমে’ আচমকা এই সমস্যায় চরম ভোগান্তির শিকার হন অফিসযাত্রীরা।

এই খবর পাওয়া মাত্রই সিগন্যাল সারাইয়ের কাজে নেমে পড়েন রেলের ইঞ্জিনয়রা। সূত্রের খবর, এদিন সকাল ৮টা বেজে ৫৮ মিনিটে প্রথম ত্রুটি দেখা যায়। রেলের তরফে জানানো হয় পরিস্থিতি স্বাভাবিক হতে এখনও বেশ কিছুটা সময় লাগবে। একপ্রকার যুদ্ধকালীন তৎপরতায় কাজের পর প্রায় ১ ঘণ্টা পর ৯টা বেজে ৫৬ মিনট থেকে ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে পরিষেবা। লাগাতার এই জাতীয় সমস্যায় এবার সত্যিই প্রশ্নের মুখে রেলের সামগ্রিক পরিকাঠামো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine + nine =