এবার ডিরেক্টরস গিল্ডের এক্রিয়ার নিয়ে প্রশ্ন তুলে দিলেন ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস। স্পষ্ট হুঁশিয়ারির সুরে জানালেন, ‘ফেডারেশনের এক্তিয়ার নিয়ে যাঁরা প্রশ্ন তুলছেন তাঁদের উচিত নিজের এক্তিয়ার দেখা উচিত।’ ডিরেক্টররা কর্মবিরতিতে যেতেই এমনই কড়া ভাষা ব্যবহার করতে দেখা গেল ফেডারেশন সভাপতিকে। প্রসঙ্গত, বৃহস্পতিবার সন্ধে ৭ টার মধ্যে ফেডারেশনের তরফ থেকে কোনও সদুত্তর না পেয়ে, শুক্রবার থেকে কর্মবিরতির ডাক দিয়েছিল ডিরেক্টরস গিল্ড। সেই মতোই সকাল থেকে বন্ধ থাকে টলি পাড়ার কাজ।
এরপরই শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হন ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস জানান, ‘বৃহস্পতিবার আমরা বলেছিলাম যে কোনও সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান সূত্র বার করা সম্ভব। কিন্ত এটা দ্বিতীয় বার ডিরেক্টরস গিল্ড ইচ্ছাকৃত ভাবে কাজ স্তব্ধ করে দেওয়ার একটা পরিকল্পনা করা হয়েছিল। এর আগেও ২দিন কাজ বন্ধ করা হয়েছিল, শুক্রবারেও হঠাৎ করে তাঁরা বন্ধ করলেন।’ একইসঙ্গে স্বরূপ এও জানান, ‘অরগানিক, ব্লুস এবং রাজ চক্রবর্তীর প্রোডাকশন হাউস গৃহপ্রবেশে শুটিং বন্ধ আছে। বাদ বাকি সব শুটিং চলছে বলেই খবর রয়েছে আমার কাছে। জি-এর প্রোমো চলছে, সেটের কাজ হচ্ছে।’