চিনা সার্ভার ব্যবহার করে আর্থিক প্রতারণা, ধৃত ১

চিনা সার্ভার ব‌্যবহার করে একটি বেসরকারি সংস্থার ভুয়ো ই-মেল আইডি খুলে ব‌্যাঙ্ক অ‌্যাকাউন্ট থেকে টাকা উধাওয়ের ঘটনায় মহারাষ্ট্র থেকে এক যুবককে গ্রেফতার করল কলকাতা পুলিশের সাইবার থানার আধিকারিকেরা। কলকাতা পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম রিহান আমির খান। মহারাষ্ট্রের নাল্লাসোপারার টুলিনি থানা এলাকার প্রগতি নগরে একটি আবাসনের ফ্ল‌্যাটে তল্লাশি চালিয়ে রিহান আমির খানকে গ্রেফতারির পাশাপাশি ৫৫টি মোবাইল, একটি অ‌্যাপল ট‌্যাব, ১১২টি এটিএম কার্ড, প্রচুর ব‌্যাঙ্কের নথি, চেকবই উদ্ধার করা হয়। ওই ১১২টি এটিএম কার্ড ব‌্যবহার করে টাকা তুলে নেওয়া হত। বহু সংখ‌্যক ব‌্যক্তিকে জালিয়াতির জন‌্যই এতগুলি মোবাইল ব‌্যবহার করা হতো বলে জানাচ্ছেন তদন্তকারীরা। এর পাশাপাশি গোয়েন্দাদের তরফ থেকে এও দাবি করা হচ্ছে, এর পিছনে রয়েছে আন্তর্জাতিক চক্র। ওই চক্রের মাথা এক বা একাধিক নাইজেরীয় বলেই ধারণা গোয়েন্দাদের।

পুলিশ জানিয়েছে, সাইবার জালিয়াতরা একটি সংস্থা ও তার অধিকর্তার ভুয়ো ই-মেল আইডি তৈরি করে। ওই সংস্থার সঙ্গে যুক্ত অন‌্য একটি সংস্থাকে ওই ভুয়ো আইডি থেকে একটি মেল পাঠায়। সংস্থাটির অধিকর্তার নাম করে জানায়, অত‌্যন্ত জরুরি একটি কারণে কিছু টাকার প্রয়োজন। তাই পাওনা টাকা যেন একটি বিশেষ অ‌্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয়। দ্বিতীয় সংস্থাটি বিশ্বাস করেই সেই অ‌্যাকাউন্টে ৩৫ হাজার ১৫০ টাকা পাঠিয়ে দেয়। ওই অ‌্যাকউন্ট থেকে অন‌্য একটি অ‌্যাকাউন্টে লেনদেন হয় ওই টাকার। কিছুদিন পরই দ্বিতীয় সংস্থার কর্তারা প্রথমটির সঙ্গে যোগাযোগ করে জানতে পারেন যে, তাঁদের পক্ষ থেকে কোনও টাকাই মেল করে চাওয়া হয়নি। এরপরই এই ঘটনায় সংস্থাটির পক্ষ থেকে লালবাজারের সাইবার থানায় অভিযোগ জানানো হয়। এরপরই ঘটনার তদন্তে নেমে গোয়েন্দারাজানতে পারেন যে, চিনা সার্ভার ব‌্যবহার করেই ওই ভুয়ো মেল আইডি খোলা হয়। এবার ওই ভুয়ো মেলের আইপি লগ, আইপি অ‌্যাড্রেস, মোবাইল ও অন‌্য বেশ কিছু তথ্যের ভিত্তিতে গোয়েন্দারা এও জানতে পারেন যে এই সাইবার জালিয়াতের অবস্থানও। এরপরই  মহারাষ্ট্রে হানা দেন লালবাজারের সাইবার ক্রাইমের আধিকারিকেরা।গোয়েন্দাদের ধারণা, রিহান আরও কয়েকজনকে কাজে লাগিয়ে এই সাইবার জালিয়াতির কাজ চালাতো। এবার চক্রের অন‌্য সদস‌্য ও মাথাদের সন্ধানে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × two =