শুক্রবার সন্ধ্যা ৬টা ৩৫ মিনিট নাগাদ আগুন লাগে চাঁদনি চকের এলআইসি বিল্ডিংয়ে। স্থানীয়রা জানাচ্ছেন. আচমকাই কালো ধোঁয়া বেরতে দেখা যায়। মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, এসি থেকেই আগুন লেগেছে। এদিকে ওই বহুতলের গুদামে ছিল বৈদ্যুতিন তার। দাহ্য পদার্থ হওয়ায় আগুন কিছুটা হলেও ভয়াবহ রূপ নেয়। এদিকে অগ্নিকাণ্ডের খবর পাওয়ামাত্রই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের চারটি ইঞ্জিন।
এদিকে ওই এলাকায় রয়েছে আরও বিভিন্ন অফিস। সঙ্গে রয়েছে নানা ধরনের খাবারের দোকানও। সেখানে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল বলেই প্রথমেই আগুন অ্যারেস্ট করার চেষ্টা করেন দমকলকর্মীরা। দমকল কর্মীরা জানান, প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। ওই বহুতলের অগ্নিনির্বাপণ ব্যবস্থা যথাযথ ছিল কিনা তা খতিয়ে দেখা হবে।