শিয়ালদা স্টেশনের ফুড কোর্টে আগুন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের তিনটি। শনিবার বিকেল ৪টে নাগাদ শিয়ালদা মেট্রো স্টেশন লাগোয়া ফুড কোর্টে আগুন লাগে। সূত্রে খবর, নামী চাইনিজ রেস্তোরাঁর রান্নাঘরে লাগে এই আগুন। তারপর তা ছড়িয়ে পড়ে।
শিয়ালদা স্টেশনের ফুড কোর্টে আগুন লাগায় অফিস ফেরত ট্রেনযাত্রীদের মধ্য়েও আতঙ্ক ছড়ায়। আর এই বিকেলের দিকে অফিস ফেরার সময়ে শিয়ালদা স্টেশন চত্বরে ভিড়ই থাকে। ফলে পড়ে হুড়োহুড়ি। শিয়ালদা স্টেশনে যে জায়গায় আগুন লাগে, সেখান থেকে দ্রুত আগুন ছড়াতে পারে এমনও আশঙ্কা করেন অনেকেই। এদিকে ওই ফুড কোর্টে একাধিক দোকান রয়েছে। রেস্তোরাঁ রয়েছে। ফলেো সেখানে দাহ্য পদার্থ মজুত। দ্রুত আগুন ছড়ানোর আশঙ্কাও তৈরি হয়। স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়ায়। এদিকে ততক্ষণে ঘটনাস্থলে পৌঁছে যান দমকলকর্মীরা। দ্রুত আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। প্রায় আধ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা। তবে কীভাবে ফুড কোর্টে আগুন লাগল, তা খতিয়ে দেখা হবে বলে দমকলের তরফে জানানো হয়েছে। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব না হলে বড় ক্ষয়ক্ষতি হত বলে মনে করছেন স্থানীয় ব্যবসায়ীরা।