রাতের শহরে আগুন আতঙ্ক কলকাতায়। সোমবার মাঝরাতে হঠাৎ-ই আগুন লাগে একবালপুরের এক বহুতল আবাসনে। আর এই আগুনের জেরেই কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা একবালপুর এলাকা। পরে দমকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এদিকে সদমকল সূত্রে খবর, সোমবার মধ্যরাতে ডায়মন্ড হারবার রোড সংলগ্ন একবালপুর এলাকার একটি বহুতলের একেবারে টপ ফ্লোরে আগুন লেগে যায়। আগুন লেগেছে বুঝতে পেরেই সেখানকার বাসিন্দারা আতঙ্কিত হয়ে দ্রুত নীচে নেমে আসেন। তবে শুরু হয় হইহট্টগোল। এদিকে প্রাথমিকভাবে আবাসনের যে অগ্নিনির্বাপক ব্যবস্থা রয়েছে তা দিয়েই আগুন নেভানোর চেষ্টা করেন স্থানীয়রা এবং ওই বহুতলের বাসিন্দারা। এদিকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের পাঁচটি ইঞ্জিন। ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে হতাহতের কোনও খবর নেই। কীভাবে আগুন লেগেছে তা জানতে তদন্ত শুরু করেছে দমকল। স্থানীয় এক বাসিন্দা জানান, ‘রাত্রিবেলা হঠাৎ করে আগুন লাগার ঘটনা ঘটে। আমরা দেখতে পাই একদম উপরের ফ্ল্যাটে আগুন লেগে গিয়েছে। দাউদাউ করে জ্বলছিল। তারপরই আমরা নিচে নেমে আসি।’