এপ্রিলের শেষে বড় বাজারের হোটেলে মৃত্যু হয়েছিল ১৪ জনের। তারপরও একাধিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে শহরে। আর এর প্রতিটি ক্ষেত্রেই অগ্নিনির্বাপণ ব্যবস্থা এই মুহূর্তে প্রশ্নচিহ্নের মুখে।
এমন পরিস্থিতিতে হঠাৎ আগুন লাগলে কীভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হবে তা হাতে কলমে শেখাতে মঙ্গলবার এক বিশেষ মহড়ার আয়োজন করে কলকাতা পুরসভা। এই মহড়ায় পুরসভার কর্মীদের প্রশিক্ষণও দেওয়া হয়।
পুরসভার নিজস্ব নিরাপত্তা রক্ষী থাকলেও অগ্নিনির্বাপণের বিষযে তাঁদের অনেকেরই যথাযথ প্রশিক্ষণ নেই। তাই হঠাৎ আগুন লেগে গেলে অগ্নিনির্বাপণ যন্ত্রের সাহায্যে কীভাবে আগুন নিয়ন্ত্রণে আনা যাবে তা হাতে কলমে পুরকর্মীদের সেই প্রশিক্ষণ দেন এক বেসরকারি সংস্থার কর্মীরা।
ওই বেসরকারি সংস্থার এক আধিকারিক এই প্রসঙ্গে জানান,’যখনই আগুন লাগে তখন বেশিভাগ মানুষ ভয়ে পালিয়ে যান। কিন্তু তা না করে অগ্নি নির্বাপক যন্ত্রের সাহায্যে ছোট আগুন নেভানোর কাজে হাত লাগালে দ্রুত পরিস্থিতি আয়ত্তে আনা সম্ভব হয়। সেজন্যই এই প্রশিক্ষণের আয়োজন।’