ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা কলকাতার পদ্মপুকুর লেনে গভীর রাতে। আর এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘিরে উঠেছে ষড়যন্ত্রের অভিযোগ। স্থানীয়দের দাবি, এটি নিছক দুর্ঘটনা নয়, একটি পরিকল্পিত ষড়যন্ত্র। অভিযোগের তির সরাসরি প্রোমোটারের দিকে।
পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাত সাড়ে ন’টা নাগাদ ৭/১, পদ্মপুকুর লেনের একটি বাড়িতে আচমকাই আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যেই আগুন ভয়াবহ রূপ নেয়, দাউদাউ করে জ্বলতে শুরু করে গোটা বাড়ি। আতঙ্কে ছুটোছুটি শুরু করেন আশপাশের লোকজন। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী এবং আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করে। বাড়ির বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।
ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, এই অগ্নিকাণ্ড নিছক কোনও দুর্ঘটনা নয়। তাদের অভিযোগ, এই বাড়িটি দীর্ঘদিন ধরেই প্রোমোটিংয়ের জন্য টার্গেট করা হয়েছিল। বেশ কিছুদিন ধরে বাড়ির মালিকদের উপর চাপ দেওয়া হচ্ছিল বাড়ি খালি করে দেওয়ার জন্য। কিন্তু তারা রাজি না হওয়ায় পরিকল্পিতভাবে এই আগুন লাগানো হয়েছে বলে বাসিন্দাদের সন্দেহ।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তিনি ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন এবং প্রয়োজনীয় সাহায্যের আশ্বাস দেন। এদিকে, পুলিশ ও দমকল বাহিনী ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। কীভাবে আগুন লাগল, আদৌ এটি ইচ্ছাকৃত কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।
এই ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র উদ্বেগ ছড়িয়ে পড়ে। এদিকে কলকাতা পুলিশের তরফ থেকে বাড়িটি আপাতত ঘিরে রাখা হয়েছে, যাতে কোনও ধরনের প্রমাণ নষ্ট না হয়। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত প্রশাসনের তরফে বিশেষ সতর্কতা জারি রাখা হয়েছে।