আগুন আতঙ্ক গার্ডেনরিচ রেল হাসপাতালে

গার্ডেনরিচের রেল হাসপাতালে আগুন আতঙ্ক। সূত্রে খবর, গার্ডেনরিচের দক্ষিণ পূর্ব রেলের রেল হাসপাতালে আগুন লাগে মঙ্গলবার সকালে। আগুন নিয়ন্ত্রণে আনতে দ্রুত সেখান পৌঁছয় দমকলের পাঁচটি ইঞ্জিন। এদিকে আগুনের খবর পৌঁছতেই রোগী এবং পরিবারগুলির মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। তবে ক্ষয়ক্ষতির কোনও খবর নেই।

স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার সকাল সাতটা নাগাদ আগুন লাগার ঘটনা ঘটে বিএনআর হাসপাতালে। তবে দমকলের দাবি, এক ঘণ্টার মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়। হাসপাতাল সূত্রে খবর, চোখের অপারেশন যে ঘরে হয় সেখান থেকেই এদিন সকালে ধোঁয়া বের হতে দেখা যায়।এই ঘনাট নজরে আসতেই দ্রুত খবর দেওয়া হয় দমকলে। এদিকে কর্তব্যরত আরপিএফ জওয়ানরাই মূলত রোগীদের অন্যত্র সরিয়ে নিয়ে যান। তবে কীভাবে আগুন লেগেছে তা স্পষ্ঠ নয়। প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকেই এই লাগার ঘটনা ঘটে গিয়েছে। ঘটনাস্থলে দমকলের সঙ্গে পৌঁছায় ওয়েস্ট পোর্ট থানার পুলিশ আধিকারিকেরাও। এদিকে আগুন লাগার প্রসঙ্গে কর্তব্যরত আরপিএফ জওয়ানরা জানান, ‘আগুন লাগার পরই আমরা রোগীদের সরিয়ে ফেলি। প্রায় দশ থেকে পনেরো রোগী ছিলেন। আমরাও চেষ্টা করছিলাম আগুন নেভানোর। তবে তা হওয়ায় দমকলকে খবর দেওয়া হয়।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × four =