দিনে-দুপুরে দমকলকর্মীকে গুলি করে খুন লেকটাউনে

প্রকাশ্যে শহরে চলল গুলি। এক দমকলকর্মীকে গুলি করে খুন করার অভিযোগ উঠেছে লেকটাউনের গ্রিনপার্ক এলাকায়। পরিবার সূত্রে খবর, এর আগে গত বছরও ওই দমকল কর্মীর উপর হামলা হয়েছিল দমদম ফায়ার স্টেশনের সামনে। অভিযোগও দায়ের হয়।

স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার দমকল কর্মী স্নেহাশিস রায় এদিন মেয়েকে স্কুল থেকে নিয়ে বাড়ি ফিরছিলেন। সেই সময় একেবারে বাড়ির সামনে স্নেহাশিস রায়কে লক্ষ্য করে গুলি করা হয় বলে অভিযোগ। এরপর তাঁকে আরজিকর হাসপাতালে নিয়ে গেলে সেখানেই মৃত্যু হয়। এর আগেও তাঁকে লক্ষ্য করে গুলি করা হয়েছিল। পরিবারসূত্রে খবর, সেই সময় অল্পের জন্য রক্ষা পান। দিনে দুপুরে এভাবে গুলি চলার ঘটনায় স্বাভাবিক ভাবেই আতঙ্কিত এলাকার মানুষ। সূত্রে খবর, ঘটনার তদন্তে নেমেছে লেকটাউন থানার পুলিশ। ইতিমধ্যেই এলাকা ঘিরে ফেলেছে পুলিশ। এদিনের এই ঘটনায় স্নেহাশিসবাবুর মা জানান,  ‘নাতনি ঘরে ঢুকে এসেছে। ও গাড়িটা ঘোরাচ্ছে ভিতরে ঢোকাবে বলে। আমি ঘরে শুয়েছিলাম। এমন সময় শুনি প্রবল শব্দ। নাতনি চিৎকার করছে, ঠাম্মা, মা শিগগিরি এসো বাবা পড়ে গিয়েছে। গিয়ে দেখি ছেলেটা আমার উপুড় হয়ে পড়ে আছে।’  স্নেহাশিসবাবুর পরিবারের সদস্যরা জানিয়েছেন, গত ২০২২ সালের জুন মাসের ঘটনা। সেদিন সকালে দমকল কেন্দ্রে নিজের অফিসেই ছিলেন স্নেহাশিস। সেই সময় এক ব্যক্তি তাঁকে ডেকে বাইরে নিয়ে আসেন। সেখানকার একটি বেসরকারি ব্যাঙ্কের সামনে এক ব্যক্তি কোমর থেকে রিভলবার বের করে স্নেহাশিসকে তাক করেন। যদিও সে সময় পালিয়ে বাঁচেন স্নেহাশিস। এক বছর আগের ঘটনার সঙ্গে এদিনের ঘটনার কোনও যোগ আছে কি না তাও খতিয়ে দেখছে লেকটাউন থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × two =