টেন্ডার বাতিল করে সুপ্রিম কোর্টে ভর্ৎসিত ফিরহাদ

টেন্ডার বাতিল করে সুপ্রিম কোর্টে ভর্ৎসিত ফিরহাদ হাকিম। একইসঙ্গে কলকাতার দু’টি আন্ডারপাস মেইনটেনেন্স তথা দেখভাল সংক্রান্ত টেন্ডার বাতিল করায় ফিরহাদের সমালোচনা করে সুপ্রিম কোর্টের অভিমত, চুক্তির ক্ষেত্রে সম্পর্কিত দায় পালনের ব্যাপারে সরকারি কর্তৃপক্ষকে আমরা সতর্ক থাকতে বলছি। সেখানে কোনওরকম ছলনার ব্যাপারে সতর্ক থাকতে হবে। এরই পাশাপাশি টেন্ডার অনুমোদন করেও তা বাতিল করার ঘটনাটিকে বেআইনি পদক্ষেপের ক্লাসিক উদাহরণ হিসেবে উল্লেখ করেছে প্রধান বিচারপতির ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জে বি পারদিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্রের ডিভিশন বেঞ্চ।

এই প্রসঙ্গে বলে রাখা শ্রেয়, নগরোন্নয়ন ও পুর দফতরের মন্ত্রী সহ ফিরহাদ  কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটির এক্স-অফিসিও চেয়ারম্যান। অনুমোদিত টেন্ডার ২০২২ সালে কেএমডিএ বাতিল করে। সেই সিদ্ধান্ত  কলকাতা হাইকোর্ট বহাল রাখলে সুপ্রিম কোর্টে আবেদন করা হয়। আবেদন সূত্রে দেখা যায়, কেএমডিএ-র কোনও অফিসার টেন্ডার বাতিলের পরামর্শ দেননি। কিন্তু মন্ত্রী নিজে তা বাতিল করেন। মন্ত্রীর ওই সিদ্ধান্তকে বিদ্বেষপ্রসূত এবং খামখেয়ালি বলে উল্লেখ করেছে আদালত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × five =