আরজি করে পিজিটি ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণ করে খুনের ঘটনায় উদ্বেগের সুর রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের গলাতেও। পুরমন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম এই প্রসঙ্গে বলেন, ‘আমার মেয়েও ডাক্তার। শুধু আমার মেয়ের জন্য নয়। প্রতিটি মেয়ে ডাক্তারেরই আমি বাবা। এই ঘটনায় আমি খুব উদ্বিগ্ন। আমার মেয়েকেও নাইট ডিউটি করতে হাসপাতালে যেতে হয়। শুধু আমার মেয়ে নিয়ে নয়, সব মেয়েদের নিয়েই আমি চিন্তিত। যা ঘটেছে তা অসহনীয়। আমিও খুব চিন্তায় রয়েছি। আমি বিশ্বাস করি মুখ্যমন্ত্রী দ্রুত ব্যবস্থা নেবেন। দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে অপোরাধীদের।’
আরজিকরে হাসপাতালের ভিতর থেকে উদ্ধার হয় এক ডাক্তারি পড়ুয়ার দেহ। এই ঘটনায় ধর্ষণ ও খুনের মামলা রুজু হয়েছে। চলছে তদন্ত। ফিরহাদ বলেন, ‘কিছুতেই মেনে নেওয়া যাচ্ছে না। নৃশংস ঘটনা। এই চিকিৎসকরা আমাদের প্রাণ বাঁচান। তাঁকে এভাবে নৃশংসভাবে খুন হতে হল। কড়া আইনের মাধ্যমে অভিযুক্তদের কড়া শাস্তি দিতে হবে। পুলিশ ঘটনার তদন্ত করছে। কোনও অভিযুক্ত ছাড় পাবে না। তবে কিছুতেই মন থেকে এটা মানতে পারছি না।’
এর পাশাপাশি ফিরহাদ এদিন এও বলেন, তদন্ত চলছে। কিন্তু নিরীহ রোগীদের যেন কোনওভাবেই ভুগতে না হয়, সেদিকেও নজর রাখতে হবে। যে কোনও অপরাধকেই শক্ত হাতে দমন করা হবে, বলেন ফিরহাদ।