সন্দেশখালি ঘটনায় প্রথম জামিন শাহজাহান ঘনিষ্ঠ ফারুক আকঞ্জির

সন্দেশখালি কাণ্ডে প্রথম শর্ত সাপেক্ষ জামিনে মুক্ত শেখ শাজাহান ঘনিষ্ঠ ফারুক আকঞ্জি। গত ৫ জানুয়ারি শেখ শাহজাহানের বাড়িতে ইডির উপর হামলার ঘটনায় ন্যাজাট থানায় ইডির তরফ থেকে একটি এবং ন্যাজাট থানার পুলিশ স্বতোঃপ্রণোদিত একটি মামলা দায়ের করে। মোট দু’টি মামলা রুজু হয়। কেস নম্বর ৮  ও কেস নাম্বার ৯। এরপর হাইকোর্টের নির্দেশে এই মামলা তুলে দেওয়া হয় সিবিআইয়ের হাতে।

এরপর গত ২৭ মে সিবিআইয়ের পক্ষ থেকে চার্জশিট জমা দেওয়া হয় বসিরহাট মহকুমা আদালতে। চার্জশিটে শেখ শাজাহান, শেখ আলমগীর, দিদার বক্স মোল্লা, মোঃ সিরাজুল, জিয়াউদ্দিন মোল্লা, ফারুক আকুঞ্জি ও সিরাজ উদ্দিন সহ ৭ জনের কথা উল্লেখ করা হয়। এদিন ফারুক আকুঞ্জির আইনজীবী আদালতে তাঁর জামিনের আবেদন করেন। কিন্তু জামিনের বিরোধিতা করে সিবিআইয়ের আইনজীবী।  যদিও সমস্ত সওয়াল জবাব শেষে ৫ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে ফারুক আকুঞ্জির জামিন মঞ্জুর করে আদালত। জামিন দিলেও দেওয়া হয় কিছু শর্ত। সন্দেশখালি এলাকায় ঢোকার ক্ষেত্রে থাকছে নিষেধাজ্ঞা। একইসঙ্গে সপ্তাহে দু’দিন সিবিআইয়ের দফতরে হাজিরও দিকে হবে ফারুককে। কোন ঠিকানায় বর্তমানে তিনি থাকছেন সবাই জানাতে হবে সিবিআইকে। এই শর্তবলী দিয়েই শেষ পর্যন্ত ফারুকের জামিন মঞ্জুর করেন বিচারক।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 3 =