একটানা বর্ষণে বন্যা পরিস্থিতি উত্তর প্রদেশেও

একটানা বর্ষণে এখন উত্তরপ্রদেশেও তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। উত্তরপ্রদেশ প্রশাসন সূত্রে খবর, রামগঙ্গা নদীর জল বিপদসীমা থেকে মাত্র ৮২ সেন্টিমিটার নিচে রয়েছে। পাহাড়ি ও সমতল অংশে লাগাতার বৃষ্টির কারণে অন্য নদ-নদীর জলও ক্রমশ বেড়েই চলেছে। রামগঙ্গা এবং গগন নদীর জলস্তর এখন ১৮৯.৭৮ মিটার ও ১৮৯.২৫ মিটার উচ্চতায় রয়েছে। এতে সমস্যায় পড়েছেন নদী তীরবর্তী এলাকার মানুষজন। উত্তর ভারতের বেশির ভাগ শহরই এখন একে অপরের থেকে বিচ্ছিন্ন। অনেক শহরেই দেকা দিয়েছে খাদ্য সঙ্কট। বহু শহরেই লাগাতার ট্রেন ও বিমান পরিষেবা বন্ধ থাকায় সমস্যায় পড়েছেন যাত্রীরা।

এদিকে উত্তরপ্রদেশের বেশিরভাগ মানুষই চাষাবাদের সঙ্গে যুক্ত। খেতের ফসল বাঁচাতে তাই তাঁদের নৌকা নিয়েই নামতে হয়েছে মাঠে। এদিকে প্রশাসনের তরফ থেকে তাঁদের সরিয়ে নিয়ে যেতে চাইলেও কেউই যেতে চাইছেন না। কারণ, চাষবাসের জমি এবং ঘর বাড়ি ছেড়ে যেতে নারাজ তাঁরা। সব মিলিয়ে রামগঙ্গা নদীর তীরবর্তী এলাকার মানুষেরা রীতিমতো আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছন। এদিকে প্রায় প্রতিদিনই বাড়ছে রামগঙ্গার জলস্তর। স্থানীয় বাসিন্দারা জানান, রামগঙ্গা নদীর জলস্তর যে হারে বৃদ্ধি পাচ্ছে তাতে তাঁরা চিন্তিত। তবে সবাই একসঙ্গে এই পরিস্থিতির মোকাবিলা করার জন্য তৈরিও বলে জানান তাঁরা। এদিকে প্রশাসনের তরফ থেকে সতর্কতা মূলক ব্যবস্থা হিসেবে ইতিমধ্যেইনদী তীরবর্তী এলাকার কিছু বাড়ি খালি করে দেওয়া হয়েছে। যাতে জলস্তর আরও বৃদ্ধি পেলে প্রাণহানির কোনও ঘটনা না ঘটে। কিন্তু তাতে স্বস্তি নেই। রুটিরুজির টান তো বটেই, সেই সঙ্গে তাঁদের পৈতৃক ভিটে, সম্পত্তি রক্ষা করার একটা তাগিদও রয়ে গিয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one + 1 =