বিপন্মুক্ত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। এখন ভাল রয়েছেন তিনি, শনিবার এমনটাই খবর দক্ষিণ কলকাতার বেসরকারি হাসপাতাল সূত্রে। হাসপাতাল সিইও রূপালি বসু সাংবাদিক সম্মেলনে জানান, বুদ্ধদেব বাবুর স্বাস্থ্যের অবস্থা এখন যেমন রয়েছে, তেমনই আরও ৪৮ ঘণ্টা থাকলে তাঁর ছুটির বিষয়ে আলোচনা করবে মেডিক্যাল বোর্ড। সব কিছু প্রত্যাশা মতো চললে সোমবারই প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছুটির ব্যাপারে আলোচনা হতে পারে। বর্তমানে বুদ্ধবাবুকে নন ইনভেসিভ ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে। হাসপাতালের তরফে এও জানানো হয়েছে বুদ্ধদেবের শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল। তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলছেন। তবে খিদে ভাব কম রয়েছে বুদ্ধবাবুর। তিনি নিজের মুখে খেতে চাইছেন না বলে জানিয়েছেন চিকিৎসকরা। বামনেতার শরীরে দুর্বলতা রয়েছে বলেও জানান চিকিৎসকরা। হাসপাতালে দীর্ঘদিন থাকার দরুণ নতুন করে সংক্রমিত হওয়ার সম্ভাবনার বিষয়টি মাথায় রাখছেন বলে জানিয়েছেন চিকিৎসকেরা। কারণ বুদ্ধবাবুকে অ্যান্টিবায়োটিক দেওয়া বন্ধ হয়েছে। সেই কারণে সাক্ষাৎপ্রার্থীদের আসার বিষয়ে বিধিনিষেধ জারির বিষয়টিও হাসপাতাল কর্তৃপক্ষের মাথায় রয়েছে। সাক্ষাৎপ্রার্থীরা কাচের একটি ঘর থেকেই দেখছেন বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ।
এদিকে সূত্রে খবর, শনিবার বুদ্ধদেবের সঙ্গে দেখা করতে এসেছিলেন তাঁর দীর্ঘদিনের সহযোদ্ধা সূর্যকান্ত মিশ্র। শনিবার বুদ্ধবাবুকে দেখার পর সূর্যকান্ত মিশ্র বলেন, ‘হাসপাতালে কোনও অসুবিধা হচ্ছে না কি তা বুদ্ধবাবুর কাছে জানতে চেয়েছিলাম। কোনও অসুবিধা হচ্ছে না বলে জানিয়েছেন তিনি। বিভিন্ন ওষুধ চলার জন্য মুখে স্বাদ পাচ্ছেন না তিনি।’