জ্ঞান ফেরার পর থেকেই বাইপ্যাপ মেশিন সরিয়ে ফেলতে চাইছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। মঙ্গলবার থেকেই চিকিৎসকদের বারবার সে কথা জানিয়েছেন তিনি। শুধু তাই নয়, বাড়িও ফিরতে চাইছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। এদিকে বাইপ্যাপে বুদ্ধবাবুর অস্বস্তি হবার কারণ, বাইপ্যাপে একটি বড় মাস্ক থাকে, তাই সেটি দীর্ঘক্ষণ পরে থাকতে সমস্যা হচ্ছে তাঁর এমনটাই হাসপাতাল সূত্রে জানানো হয়েছে। তবে বাইপ্যাপ আদৌ সরানো যাবে কি না, গেলেও তা কতক্ষণের জন্য সেটা খতিয়ে দেখার পরই সিদ্ধান্ত নেবেন চিকিৎসকেরা। এদিকে বুধবারই বৈঠকে বসছে মেডিক্যাল বোর্ড। সেই বৈঠকেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গিয়েছে। এর পাশাপাশি হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে তাঁকে রাইলস টিউব দিয়ে খাবার খাওয়ানো হচ্ছিল। সেই টিউব এবার সরিয়ে বুদ্ধবাবুকে সরাসরি খাওয়ানো হবে কি না, সেই বিষয়টাও খতিয়ে দেখবেন মেডিক্যাল বোর্ডে থাকা চিকিৎসকেরা।
গত শুক্রবার শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় হাসপাতালে ভর্তি করা হয় বুদ্ধদেব ভট্টাচার্যকে। দ্রুত অক্সিজেন দেওয়ার ব্যবস্থা করে চিকিৎসা শুরু হয় তাঁর। হাসপাতালে ভর্তি করার সময় আচ্ছন্ন অবস্থায় ছিলেন তিনি। শারীরিক অবস্থার গুরুত্ব বুঝে প্রথমে তাঁকে ইনভেসিভ ভেন্টিলেটরে রাখা হয়েছিল। পরে অবস্থার উন্নতি হওয়ায় তাঁকে নন ইনভেসিভ ভেন্টিলেটরে আনা হয়েছে। মঙ্গলবার থেকেই পুরোপুরি জ্ঞান ফিরেছে তাঁর। মঙ্গলবার প্রাক্তন মুখ্যমন্ত্রীর অনুরোধে কিছুক্ষণের জন্য বাইপ্যাপ মেশিন সরানো হয়েছিল। একটানা বাইপ্যাপ না দিয়ে মাঝে মাঝে ওই মেশিন দেওয়া সম্ভব হয় কি না, সেই বিষয়টিও বিবেচনা করা হবে এদিন। এছাড়াও একাধিক শারীরিক পরীক্ষাও করা হবে। রক্তেন ক্রিয়েটিনিন, ইউরিয়া, শ্বেতকণিকার মাত্রা সহ রক্তের নানা মাপকাঠিও পরীক্ষা করা হবে।