অভিজিৎ সরকার খুনের মামলায় ৩১ জুলাই অবধি জেল হেফাজতে নারকেলডাঙা থানার প্রাক্তন ওসি , সাব ইন্সপেক্টর ও হোমগার্ড

অভিজিৎ সরকার খুনের মামলায় ৩১ জুলাই অবধি জেল হেফাজতে নারকেলডাঙা থানার প্রাক্তন ওসি শুভজিৎ সেন, সাব ইন্সপেক্টর রত্না সরকার ও হোমগার্ড দীপঙ্কর দেবনাথ। প্রত্যেকেই জামিনের আবেদন করেছিলেন। কিন্তু তা খারিজ করে চলতি মাসের শেষ দিন পর্যন্ত জেল হেফাজতেরর নির্দেশ আদালতের। তবে ৬ জনকে জামিন দিয়েছে বিশেষ সিবিআই আদালত। 

এই মামলায় সদ্য জমা দেওয়ার সাপ্লিমেন্টারি চার্জশিটে ১৮ জন অভিযুক্তর নাম ছিল। অভিযুক্ত তালিকায় নাম ছিল তৎকালীন ওসি শুভজিৎ সেন (বর্তমানে অবসরপ্রাপ্ত), সাব ইন্সপেক্টর রত্না সরকার। নাম ছিল হোমগার্ড দীপঙ্করেরও। বিচারক এদিন তাদের সশরীরে হাজিরার নির্দেশ দিয়েছিলেন। যদিও শুনানি চলাকালীন পুলিশের ভূমিকা নিয়ে বিস্ময় প্রকাশ করেছিলেন বিচারক। স্পষ্ট বলেছিলেনরক্ষকই যদি ভক্ষক হয় তাহলে সমাজ কী করবে!’ বিচারকের করা মন্তব্যেই আইনজীবীদের একাংশ আঁচ করেছিলেন জামিন নাও পেতে পারেন এরা। তবে এই মামলায় অভিযুক্ত বিধায়ক পরেশ পাল, কাউন্সিলর স্বপন সমাদ্দার ও পাপিয়া ঘোষকে আগামী ১২ অগeস্ট বিশেষ স্মৃতি আদালতে সশরীরে হাজিরার নির্দেশ দেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − nineteen =