এবার জামিনের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। আদালত সূত্রে খবর, বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করেছেন তিনি। সঙ্গে এ খবরও মিলছে যে, চলতি সপ্তাহে টালা থানার প্রাক্তন ওসির জামিনের আবেদনের শুনানির সম্ভাবনা রয়েছে।
প্রসঙ্গত, গত ৯ অগাস্ট আরজি করের সেমিনার হল থেকে এক জুনিয়র ডাক্তারের দেহ উদ্ধার হয়। ‘তিলোত্তমা’-র নৃশংস পরিণতির প্রতিবাদে আন্দোলনে নামেন জুনিয়র ডাক্তাররা। সরব হন সাধারণ মানুষ। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করে পুলিশ। কিন্তু, পুলিশি তদন্ত নিয়ে প্রশ্ন উঠে। কলকাতা হাইকোর্টে মামলা হয়। হাইকোর্টের নির্দেশে তদন্তভার হাতে নেয় সিবিআই।
একাধিকবার জিজ্ঞাসাবাদের পর গত ১৪ সেপ্টেম্বর তিলোত্তমাকাণ্ডে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেফতার করে সিবিআই। তিলোত্তমা কাণ্ডের সময় একজন আরজি করের অধ্যক্ষ ছিলেন। অন্যজন ছিলেন টালা থানার পুলিশ। সিবিআই জানায়, প্রমাণ লোপাটের অভিযোগে ওই দু’জনকে গ্রেফতার করা হয়েছে।
সেই গ্রেফতারির পর প্রায় আড়াই মাস অতিবাহিত। এবার হাইকোর্টের দ্বারস্থ হলেন টালা থানার প্রাক্তন ওসি। জামিনের আবেদন জানালেন। কলকাতা হাইকোর্ট তাঁর জামিনের আবেদন মঞ্জুর করে কি না, সেটাই দেখার। বিশেষজ্ঞরা বলছেন, টালা থানার প্রাক্তন ওসি জামিন পেলে চাপ বাড়বে সিবিআইয়ের উপর। কারণ, সিবিআইয়ের তদন্তের অগ্রগতি নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠেছে। সিবিআইয়ের চার্জশিট নিয়েও অসন্তোষ প্রকাশ করতে দেখা যাচ্ছে জুনিয়র ডাক্তারদেরও।