কলকাতায় ভুয়ো কল সেন্টার খুলে প্রতারণার ঘটনায় ট্যাংরা এলাকা থেকে পাঁচজনকে গ্রেফতার করল পুলিশ। তাদের বিরুদ্ধে লক্ষ-লক্ষ টাকা প্রতারণা করার অভিযোগ রয়েছে।
কল সেন্টার খুলে প্রতারণা যে শুধু ভারতীয়দের সঙ্গে হয়েছে তাই নয়, এই দলের কাছে প্রতারিত হয়েছে বিদেশিরাও, অন্তত এমনটাই খবর লালবাজার সূত্রে। পাশাপাশি কলকাতা পুলিশের তরফ থেকে এও জানানো হয়েছে যে, তল্লাশি অভিযানে বাজেয়াপ্ত করা হয়েছে নগদ টাকা, একটি হার্ড ডিস্ক, পাঁচটি মোবাইল ফোন, দুটি হেড ফোন, মাইক্রোফোন এবং একাধিক ল্যাপটপও। ভুয়ো কল সেন্টারের আড়ালে বিদেশি নাগরিকদের ফোন করে নিজেদের বিভিন্ন নামী সংস্থার আধিকারিক বলে পরিচয় দিত প্রতারকরা। তারপর তাদের কথার জালে ফাঁসিয়ে নানা কারণে টাকা চাইত।
শুধু তাই নয়, গ্রাহকদের কম্পিউটার সিস্টেমের নিয়ন্ত্রণও তারা হাতিয়ে নিত। এভাবেই এক বিদেশি নাগরিকের থেকে প্রায় ৯ লক্ষ টাকা লুট করেছিল তারা। যে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে তারা হল ইয়াসির ইকবাল (৫২), রায়ান ইকবাল (২২), অনুভব শ (২৯), সাইন মহম্মদ (৩২) এবং কার্ট মান্সহারামানি (৩১)। এদের সকলকে মঙ্গলবারই আদালতে পেশ করা হয় এবং পুলিশ তাদের নিজেদের হেফাজতে চেয়েছে।