অভিনব কায়দায় প্রতারণার ঘটনা কলকাতায়। অভিযোগ, গ্যাসের ভর্তুকির টাকা বেশি পাইয়ে দেওয়া হচ্ছে টোপ। সঙ্গে এও জানানো হয়, ১৯ টাকার পরিবর্তে ২২০টাকা ভর্তুকি পাইয়ে দেওয়ার টোপ দেওয়া হয়।আর এই ফাঁদে পা দিয়েই ১লক্ষ ২৪ হাজার টাকা খোয়ালেন চেতলার বাসিন্দা।
প্রতারিত ব্যক্তি জানান, গ্যাসের কর্মী পরিচয় দিয়ে প্রথমে ফোন করা হয় ওই ব্যক্তিকে। তারপর তাঁকে গোটা বিষয়টি বোঝানো হয়, কীভাবে তিনি ১৯ টাকার পরিবর্তে ২২০টাকা করে ভর্তুকি পেতে পারেন। ওই ব্যক্তির ফোন নম্বর চেয়ে নেওয়া হয়। এরপর হোয়াটসঅ্যাপে পাঠানো হয় লিঙ্ক।
লিঙ্ক ক্লিক করতেই অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব হয়ে যায় বলে অভিযোগ। চেতলা থানায় অভিযোগ দায়ের করেছেন ওই ব্যক্তি। প্রতারিক এক ব্যক্তি বলেন, ‘আমাকে ফোন করা হয়েছিল। জিজ্ঞাসা করা হয়েছিল, গ্যাসের সাবসিডি কত টাকা করে পাচ্ছেন? ১৯ টাকা ৫০ পয়সা পাই। আমাদের বলা হয়, ২২০টাকা করে পাবেন। এটা দেওয়া শুরু হয়ে গিয়েছে। লকডাউন পিরিয়ডের সময়ে সাড়ে পাঁচ হাজার টাকা পর্যন্ত যেটা ডিউ রয়েছে, সেটাও পাবেন। এই বলে একটা লিঙ্ক পাঠান।’
এতো সচেতনতার বার্তা দেওয়ার পরও কেন এমন ঘটনা সে ব্যাপারে প্রতারিত ব্যক্তির বক্তব্য, গ্যাস অফিস থেকে চেনা একজন লোকের নাম করে করা হয়েছিল ফোন। ফলে বিশ্বাসও করেও নিয়েছিলেন তিনি। এরপর দেখা যায়, ফোন নম্বরটা কল করলেও গ্যাস অফিস লেখা উঠছে।