দমদম বিমানবন্দরে চাকরি দেওয়ার নামে প্রতারণা, গ্রেফতার ১

দমদম বিমানবন্দরে চাকরি দেওয়ার নামে প্রতারণা। এই ঘটনায় একজনকে গ্রেফতার করল রাজারহাট থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, নদিয়ার তেহট্টের বাসিন্দা প্রণব মজুমদার কর্মসূত্রে রাজারহাটে একটি বাড়িতে ভাড়া থাকতেন। তবে লকডাউনে কর্মহীন হয়ে পড়ায় কাজ খুঁজতে থাকেন। সেই সময় তার আলাপ হয় প্রতিবেশী সঞ্জয় চক্রবর্তী ও তার ছেলের সঙ্গে। অভিযোগ, তারা দমদম বিমানবন্দরে চাকরি দেবে বলে প্রতিশ্রুতি দেয় ও চার লক্ষ টাকা হাতিয়ে নেয়। এরপর এয়ারপোর্টে গেলে প্রণব জানতে পারেন তিনি প্রতারিত হয়েছেন। এই ঘটনা জানার পরই চলতি মাসের ৬ তারিখ রাজারহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তদন্তে নামে রাজারহাট থানার পুলিশ। এরপরই সঞ্জয় চক্রবর্তীকে রাজারহাট থেকে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে অপর অভিযুক্ত সঞ্জয় চক্রবর্তীর ছেলে ভিন রাজ্যে পলাতক। এদিকে রাজারহাট থানার পুলিশ সূত্রে খবর, এই চক্রের সঙ্গে আর কারা যুক্ত আছে। উল্লেখ্য, বিমানবন্দরে চাকরি দেওয়ার নামে প্রতারণার ঘটনা প্রায়ই সামনে আসে। যে ঘটনায় উদ্বিগ্ন বিধাননগর পুলিশ কমিশনারেটের আধিকারিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 + 14 =