কেন্দ্রীয় সরকারি আধিকারিক পরিচয়ে লক্ষাধিক টাকার প্রতারণা, ধৃত ১

পরিচারিকার কাছ থেকে কেন্দ্রীয় সরকারি আধিকারিক পরিচয়ে লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল নিউটাউনের এক যুবকের বিরুদ্ধে। এই অভিযোগ পাওয়ার পরই তদন্তে নামে নিউটাউন থানার পুলিশ। এরপর পুলিশের জালে প্রতারক। নিউটাউন পুলিশ সূত্রে খবর, তার কাছ থেকে মিলেছে ‘গর্ভনমেন্ট অফ ইন্ডিয়া’ লোগো লাগানো একটি গাড়ি এবং একাধিক ভুয়ো নথি। এগুলো সবই বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

একইসঙ্গে নিউটাউন থানার তরফ থেকে এও জানানো হয়েছে, ধৃত যুবকের নাম সৌরভ কুমার। নিউটাউনের যাত্রাগাছি এলাকা থেকে তাকে পাকড়াও করে পুলিশ। সঙ্গে এও জানা গেছে, গত ২০২২ সাল থেকে সৌরভের বাড়িতে পরিচারিকার কাজ করেন দিপালী মণ্ডল। নিউটাউনের যাত্রাগাছির বাসিন্দা তিনি। তাঁর স্বামী তরুণ মণ্ডল। বিশেষ শারীরিক ক্ষমতাসম্পন্ন তরুণ। অভিযোগ, দিপালীর স্বামীকে ব্যাঙ্কে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেয় সৌরভ। ধাপে ধাপে ৮ লক্ষ টাকা হাতিয়ে নেয় সে।

কিন্তু দিনের পর দিন কেটে গেলেও চাকরির কোনও খোঁজখবর পাননি দিপালী। ফেরত পাননি টাকাও। অভিযোগ, টাকা ফেরত কিংবা চাকরির বন্দোবস্ত না করতে পারলেও মহিলাকে হুমকি দেয় সৌরভ। বাড়িতে গিয়ে মারধরও করা হয় দিপালী এবং তাঁর স্বামীকে। অবশেষে বাধ্য হয়ে নিউটাউন থানার দ্বারস্থ হন দিপালী। সৌরভ কুমারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। মহিলার অভিযোগের ভিত্তিতে পুলিশ সৌরভকে গ্রেপ্তার করে। তার সঙ্গে থাকা একটি চারচাকা গাড়ি বাজেয়াপ্ত করা হয়। ওই গাড়িটিতে ‘গর্ভনমেন্ট অফ ইন্ডিয়া’ লোগো লাগানো রয়েছে। এছাড়াও তার কাছ থেকে ভুয়ো নথিপত্রও বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃতের বিরুদ্ধে আর্থিক প্রতারণা, মারধর-সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve − four =

preload imagepreload image