রত্ন ও গয়না শিল্পের শীর্ষস্থানীয় বাণিজ্য সংস্থা দ্য জেম অ্যান্ড জুয়েলারি এক্সপোর্ট প্রমোশন কাউন্সিল (জিজেইপিসি)এর মতে বাংলার সিঙ্গুর বিশ্ব মানচিত্রে ভারতে ফ্যাশন এবং কস্টিউম জুয়েলারির জন্য রপ্তানি উৎপাদন কেন্দ্র হিসেবে দ্রুত সামনে আসছে। এদিকে সিঙ্গুরে প্রায় ১ লক্ষ বাঙালি কারিগরের একটি দক্ষ কর্মী রয়েছে, যারা হুগলির সিঙ্গুর এবং এর আশেপাশে অবস্থিত উৎপাদন ইউনিটগুলিতে কাজ করছে। সমীক্ষা বলছে এই শ্রমশক্তির ২০শতাংশে মহিলা এবং সিঙ্গুরকে একটি রপ্তানি উৎপাদন কেন্দ্র হিসাবে গড়ে তোলা স্থানীয় কুটির শিল্পকেও উৎসাহিত করবে৷ আমদানি করা উচ্চ মানের জিপসাম উৎপাদনও সম্প্রতি সিঙ্গুরে শুরু হয়েছে। হুগলি জেলার সিঙ্গুর আদর্শভাবে কেন্দ্রীয়ভাবে অবস্থিত এবং ৫টি রেলওয়ে স্টেশনের ও ২ নম্বর জাতীয় সড়কের কাছাকাছি, যা কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরের সাথে সংযুক্ত। সিঙ্গুর কেন পোশাক/ফ্যাশন জুয়েলারির জন্য একটি প্রধান কেন্দ্র হিসাবে আবির্ভূত হওয়ার সম্ভাবনা রয়েছে সে প্রসঙ্গে পূর্ব ভারতের আঞ্চলিক চেয়ারম্যান, জিজেইপিসি, পঙ্কজ পারেখ জাানন, ‘সিঙ্গুরে শিল্প ইতিমধ্যেই প্রতিষ্ঠিত রয়েছে এবং এই অঞ্চলটি ইতিমধ্যেই যথেষ্ট সংখ্যায় শিল্প আছে। আনুমানিক প্রায় ৭,০০০ থেকে ১০,০০০ ফ্যাশন গহনা নির্মাতারা শুধুমাত্র দেশীয় বাজারে সরবরাহ করে না বরং রপ্তানি বাজারের জন্যও সরবরাহ করে, যা একটি সমৃদ্ধ শিল্প ভিত্তি নির্দেশ করে।’ সঙ্গে তিনি এও জানান, ‘সিঙ্গুরের নির্মাতারা দুবাই, শারজাহ এবং তুরস্কের মতো আন্তর্জাতিক উৎপাদন কেন্দ্রগুলির অভিজ্ঞতা, অত্যাধুনিক প্রযুক্তি, সর্বশেষ প্রযুক্তি ইত্যাদির সাথে পরিচিত। এখানে ২০ জন শ্রমিকের সাথে কুটির শিল্পের মতো ছোট ছোট কারখানা রয়েছে। এছাড়া এমন কারখানাও আছে যেগুলিতে অত্যাধুনিক উচ্চ প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে।’