২৬ জানুয়ারি ভারত জুড়ে যখন ৭৫তম সাধারণতন্ত্র দিবস উদযাপন হবে ঠিক তখনই গোদরেজ গোষ্ঠী একটি ডিজিটাল অভিযানের সূচনা করতে গর্ব করবে। হ্যাশট্যাগ ‘হিরে জ্যায়শা-মজবুত’ (উন্নত ভারত) এই মূল ভাবনার মধ্য দিয়ে সাধারণ নাগরিকদের কথাই তুলে ধরা হবে।
একটি অসাধারণ ভিডিও-র মধ্য দিয়ে মানুষের প্রতিনিয়ত যে নিরলস কঠোর পরিশ্রম এবং অটল দৃষ্টিভঙ্গি ধরে রেখে আমাদের জাতিকে এক হিরের রূপ দিয়েছেন। এই প্রচারাভিযানে তুলে ধরা হয়েছে কৃষক থেকে শুরু করে শিল্পোদ্যোগী, চিকিৎসক থেকে সৈনিক, শিল্পী থেকে শুরু করে ক্রীড়াবিদদের বিভিন্ন পটভূমি ও বিভিন্ন গোষ্ঠীর কাহিনী।
ক্রিয়েটিভল্যান্ড এশিয়া-র সহ-প্রতিষ্ঠাতা ও ক্রিয়েটিভ ভাইস চেয়ারম্যান আনু জোসেফ এই প্রসঙ্গে জানান, ‘বিগত ৭৫ বছরে আমরা যা কিছু করেছি, তার মধ্যে রয়েছে চাপ, দ্বন্দ্ব, বৃদ্ধি, অসহিষ্ণুতা, স্থিতিস্থাপকতার মতো বিষয়গুলি। যেমন শক্তিশালী, তেমনি মেধাবী। আর দেশ গঠনে ভূমিকা রাখতে পেরে গোদরেজ গর্বিত। এই ছবিটি সাধারণতন্ত্রের একটি অঙ্গ এবং গোদরেজ-এর পক্ষ থেকে অবিরত প্রচেষ্টার প্রতিশ্রুতি।’