প্রকল্পের টাকা হাতানোয় গ্রেপ্তার সরকারি আধিকারিক

সরকারি প্রকল্পের বিপুল টাকা হাতানোর অভিযোগে এক সরকারি আধিকারিককে গ্রেপ্তার করল রাজ্যের দুর্নীতি দমন শাখা। পুলিশসূত্রে খবর, ধৃত ব্যক্তির নাম তপনকুমারঘোষ।তপনবাবু মালদহের হবিবপুরে শ্রম দপ্তরের ইন্সপেক্টর পদে ছিলেন। বর্তমানে অবশ্য তিনি ছিলেন অন‌্য জেলায় একইদ প্তরের ইন্সপেক্টর পদে। এদিকে তাঁর বিরুদ্ধে প্রায় ২০ লক্ষ টাকা তছরুপে রঅভিযোগ রয়েছে বলেই সূত্রে খবর।

এই  অভিযোগের ভিত্তিতেই মঙ্গলবার সারাদিন বাড়িতে তল্লাশির পর দুর্নীতিদমন শাখার আধিকারিকরা তপন ঘোষকে গ্রেপ্তার করেন। বুধবার কলকাতার নগর দায়রা আদালতে তাঁকে তোলা হয়। মুখ‌্য সরকারি আইনজীবী দীপঙ্কর কুণ্ডু আদালতে জানান, রাজ‌্য সরকারের সামাজিক সুরক্ষা যোজনার তহবিলের টাকা অভিযুক্ত আধিকারিক শ্রমিকদের হাতে তুলে না দিয়ে নিজে হাতিয়ে নেন। তবে অভিযুক্তর আইনজীবী জামিনের আবেদন করেন। দুপক্ষের বক্তব‌্য শুনে অভিযুক্তকে সাতদিনের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক।

এদিকে পুলিশ সূত্রে খবর,  ২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত শ্রম দপ্তরের ওই ইন্সপেক্টর ভুয়ো চেক ইস্যু করে যোজনার টাকা প্রাপক শ্রমিকদের হাতে দেওয়ার বদলে তছরুপ করতে শুরু করেন। পুরো টাকা নিজের সাতটি অ‌্যাকাউন্টে পাঠান। প্রথমে ১৫ লক্ষ ৬০ হাজার টাকা তছরূপ ধরা পড়ে। পরে এই তছরুপের পরিমাণ গিয়ে দাঁড়ায় কুড়ি লক্ষ টাকায়। যে সাতটি অ‌্যাকাউন্টে তছরূপের টাকা ধরা পড়েছে, সেগুলি আত্মীয়দের সঙ্গে অভিযুক্তর জয়েন্ট অ‌্যাকাউন্ট। পরে অন‌্য অ‌্যাকাউন্টেও সেই টাকা পাঠানো হয় বলে অভিযোগ।এই ঘটনায় আরও ব‌্যক্তি জড়িত বলে পুলিশের সন্দেহ। তাদের সন্ধান চলছে বলে জানিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five − one =