তিনটি বিলে অনুমতি দিল রাজভবন। উল্লেখ্য, রাজভবনে বিল আটকে রাখা নিয়ে রাজ্য-রাজপাল সংঘাত অনেক দিন ধরেই চলছিল। রাজ্যপাল সিভি আনন্দ বোসের -এর বিরুদ্ধে একাধিক বিল আটকে রাখার অভিযোগ বরাবরই করে এসেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। সম্প্রতি, বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কেও এই নিয়ে সরব হতে দেখা গিয়েছিল। এমনকী রাজ্যপালের কী ‘কর্তব্য’ সে কথাও মনে করিয়ে দিতে ভোলেনি বিধানসভার অধ্যক্ষ। এই আবহের মধ্যেই এবার একেবারে তিন তিনটি বিলে সই করলেন রাজ্যপাল।
মঙ্গলবার রাজভবনের তরফে একটি বিবৃতি জারি করে এই তিনটি বিলে অনুমতি দেওয়ার বিষয়ে জানানো হয়। রাজভবন সূত্রে খবর, সংশ্লিষ্ট বিলগুলি হল পশ্চিমবঙ্গ শহর ও নগর (পরিকল্পনা ও উন্নয়ন) (সংশোধনী) বিল, ২০২৩, পশ্চিমবঙ্গ ভূমি সংস্কার ও প্রজাস্বত্ব ট্রাইব্যুনাল (সংশোধনী) বিল, ২০২২ এবং পশ্চিমবঙ্গ কর ট্রাইব্যুনাল (সংশোধনী) বিল, ২০২২। এর পাশাপাশি বিধানসভায় ‘পশ্চিমবঙ্গ সংখ্যালঘু কমিশন (সংশোধনী) বিল, ২০২৫’ উত্থাপনের সুপারিশ করেছেন রাজ্যের সাংবিধানিক প্রধান।
রাজ্য-রাজভবন সংঘাতের যে আবহ চলছিল বেশ কিছুদিন ধরে তারই মাঝে অসুস্থ হয়ে পড়েছিলেন রাজ্যপাল বোস। তাঁর সঙ্গে হাসপাতালে গিয়ে দেখাও করে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা যাচ্ছে, বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতেই বিলগুলিতে সই করেন রাজ্যপাল। ফলে, দ্রুত এই বিলগুলি আইনে পরিণত হবে বলেই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।