আজ শাহ সমীপে রাজ্যপাল সিভি আনন্দ বোস

মঙ্গলবার দিল্লি যাচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সূত্রে খবর, এদিন  কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করবেন তিনি। আরজি কর কাণ্ডে রিপোর্টও জমা দিতে পারেন। সূত্রের খবর তেমনই।

এদিকে আর জি কর কাণ্ডে তোলপাড় গোটা বাংলা। রাজনৈতিক দল তো বটেই, সুবিচারের দাবিতে পথে নেমেছেন সাধারণ মানুষ ও তারকারাও।  সকলেই একই  দাবি, ‘ উই ওয়ান্ট জাস্টিস এদিকে এই আরজি করের ঘটনায রাজ্যপাল সিভি আনন্দ বোসের বক্তব্য, ‘জেকিল এবং হাইডের মতো আচরণ করছেন মুখ্যমন্ত্রী। এই মামলায় অবশ্যই পুলিশের ব্যর্থতা আছে। মানুষের মনে এখন সন্দেহ জাগছে যে, কে পুলিশ আর কে চোর‘? সাফ জানিয়ে দিয়েছেন, ‘পুলিশ যেভাবে তদন্ত করেছে, তাতে আমি সন্তুষ্ট নই

এই প্রসঙ্গে অবশ্য তৃণমূল নেতা কুণাল ঘোষের বক্তব্য, বিজেপির শীর্ষ নেতৃত্ব থেকে রাজ্যপালের উপর চাপ আছে। এ রাজ্যে হস্তক্ষেপ বা বিশৃঙ্খলা তৈরির জন্য গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত সরকারকে বিড়ম্বনা ফেলার জন্য, রাষ্ট্রপতিকে কোনওভাবে যুক্ত করার জন্য, রাজ্যপাল যাতে লিখিত কোনও বক্তব্য রাষ্ট্রপতিকে পাঠান।   এরজন্য রাজ্যপালের উপর চাপ তৈরি করা হচ্ছে। আমাদের কাছে নির্দিষ্ট খবর আসছে।  সত্যি কিনা, রাজ্যপাল বলুক সেগুলি

এদিকে আরজি কর কাণ্ডে কেন্দ্রীয় হস্তক্ষেপের পক্ষে সওয়াল করেছেন বিজেপি রাজ্য সভাপতি, কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি বলেন, ‘২৫৬, ৩৫৪ সেটা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ঠিক করবে। সেটা নিয়ে আমরা ভাবছি না। বাংলার জনগণ যেটা চাইছে, সেটা হবে।  বাংলার জনগণ যদি বলে কেন্দ্রীয় হস্তক্ষেপ প্রয়োজন, অবশ্যই কেন্দ্রীয় হস্তক্ষেপ হবে। প্রয়োজনে কেন্দ্রীয় হস্তক্ষেপ হবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − thirteen =