শুক্রবার সকালেই মুর্শিদাবাদে রাজ্যপাল

পঞ্চায়েত নির্বাচনের ২৪ ঘণ্টা আগে শুক্রবার মুর্শিদাবাদ যাচ্ছেন রাজ্যপাল। রাজভবন সূত্রে খবর, মুর্শিদাবাদের যে অঞ্চলে হিংসা হয়েছে সেই অঞ্চলের বিভিন্ন জায়গা তিনি পরিদর্শন করতে পারেন সড়কপথে।

শুক্রবার সকালে হাজারদুয়ারি এক্সপ্রেস করে মুর্শিদাবাদ যাবেন রাজ্যপাল। নেমে প্রথমে তিনি হাজারদুয়ারি দেখবেন এবং তারপর মুর্শিদাবাদে ডোমকলও যেতে পারেন রাজ্যপাল। রাজ্য নির্বাচন কমিশনের নজরে সবথেকে বেশি স্পর্শকাতর জেলা এই মুর্শিদাবাদ। মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত অশান্তির অভিযোগ এসেছে। তার জন্যই পঞ্চায়েত নির্বাচনে ২৪ ঘণ্টা আগে মুশিদাবাদ যাওয়ার সিদ্ধান্ত রাজ্যপালের। এমনটাই জানানো হয়েছে রাজভবন সূত্রে। এরপর শুক্রবারের রাতে ফের ট্রেন ধরে ফিরে আসবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

প্রসঙ্গত, সম্প্রতি রাজভবনের ‘পিস কনফারেন্স’ থেকে রাজ্য নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সুর চড়াতে শোনা যায় রাজ্যপাল সিভি আনন্দ বোসকে। ভাঙড়, ক্যানিং, বাসন্তী-সহ রাজ্যের বিভিন্ন অংশে বেলাগাম সন্ত্রাস চলেছে বলে অভিযোগ করেন রাজ্যপাল। রাজ্যে একের পর এক মৃত্যুর ঘটনার জন্য সরাসরি নির্বাচন কমিশনকে দায়ী করেন বোস। এই পরিপ্রেক্ষিতে ভোটের ঠিক ২৪ ঘণ্টা আগে রাজ্যপালের মুর্শিদাবাদ যাত্রা বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে বঙ্গ রাজনৈতিক মহল।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 + eight =