রাজ্যপাল সিভি আনন্দ বোস বিজেপির ক্যাডারের মতো কাজ করছেন। এই ইস্যুতে দিল্লিতে কমিশনের কাছে চিঠি দেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন। এর পাশাপাশি তৃণমূলের তরফ থেকে কমিশনের কাছে এও দাবি করা হয়েছে যে, লোকসভা নির্বাচনে বিজেপির হয়ে প্রচার করেছেন রাজ্যপাল। প্রসঙ্গত, এর আগেও রাজ্যের শাসকদলের তরফে অভিযোগ করা হয়েছিল, রাজ্যপাল তাঁর সাংবিধানিক ক্ষমতার অপব্যবহার করছেন। কাজ করছেন বিজেপির হয়ে।
এখানে এই প্রসঙ্গে বলে রাখা শ্রেয়, গত ২১ মে এক্স হ্যান্ডেলে রাজ্যপালের একটি ছবি পোস্ট করেছিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। সেখানে দেখা গিয়েছে, রাজ্যপাল একটি হলুদ রঙের উত্তরীয় পরে আছেন। আর তাঁর বুকের কাছে পদ্ম চিহ্নের মতো কিছু লাগানো। কুণাল ঘোষের দাবি, ওটি বিজেপি দলের প্রতীক! বৃহস্পতিবার ওই ছবিটিই হাতিয়ার করে কমিশনের কাছে রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ করেন ডেরেক। যদিও ওই ছবিটির সত্যতা যাচাই করেনি নিউজ ২৪x ৩৬৫। এরই রেশ ধরে তৃণমূলের অভিযোগ, রাজ্যপাল বোস বিজেপির হয়ে প্রচার করছেন। পাশাপাশি নির্বাচনী প্রক্রিয়াতেও নাক গলাচ্ছেন। কমিশনের কাছে লেখা তৃণমূলের এই চিঠিতে এও উল্লেখ করা হয়েছে, রাজ্যপাল মানুষের সাহায্যের নামে নিজস্ব পোর্টাল খুলেছেন। নির্বাচন কমিশন থাকার পরও ভোটের মাঝে এই আলাদা পোর্টাল খোলা বেআইনি এবং নির্বাচনী পদ্ধতির পরিপন্থী। এই নিয়েই রাজ্যপালের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আবেদন কমিশনে জানিয়েছে শাসক দল।
তবে এটা সত্য যে রাজ্য-রাজ্যপালের দ্বন্দ্ব নতুন নয়। এদিকে এরই মাঝে বাংলার এক নৃত্যশিল্পীকে নয়াদিল্লির হোটেলে ধর্ষণ করার অভিযোগ উঠেছে এই রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধেই। এরও আগে রাজভবনে কর্মরত এক যুবতীর শ্লীলতাহানি করারও অভিযোগ উঠেছে রাজ্যপালের বিরুদ্ধে। এবার বোসের বিরুদ্ধে কমিশনে নালিশের পরই নতুন করে রাজভবন ও নবান্নের সম্পর্কের আরও অবনতি হল বলেই মন করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।