যাদবপুরের উপাচার্যকে পদত্যাগের নির্দেশ দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সঙ্গে এও নির্দেশ দেন শুক্রবারই উপাচার্যর পদত্যাগ কার্যকরী করার। এই ঘটনায় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর প্রতিক্রিয়া, ‘আমার এই বিষয় নিয়ে কিছু বলার নেই। উনি তো নিয়োগ করছেন। তাছাড়া উনি তো উপাচার্যের সব সুযোগ সুবিধা নিচ্ছেন না।’ পাশাপাশি এও জানান, ‘এই সব নৈরাজ্যের অবসান ঘটাতেই তো আমরা এই বিল পাশ করিয়েছি।‘
প্রসঙ্গত, যাদবপুরের অন্তর্বর্তীকালীন উপাচার্য হিসেবে অমিতাভ দত্তকে একমাস আগেই নিয়োগ করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এদিকে দীর্ঘদিন যাদবপুর বিশ্ববিদ্যালয় উপাচার্যের পদটি ফাঁকা ছিল। অধ্যাপক অমিতাভ দত্তকে ওই পদে নিয়োগ করেন রাজ্যপাল তথা আচার্য। যদিও তিনি উপাচার্য হিসেবে দায়িত্ব নেবার পর এই পদের সব সুযোগ সুবিধা নিচ্ছিলেন না।