মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানহানি মামলার হুঁশিয়ারি রাজ্যপালের

এবার এক ভিন্ন মাত্রা নিতে চলেছে রাজ্য-রাজ্যপাল সংঘাত। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এবার আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিতে শোনা গেল রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে। জানিয়ে দিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মানহানির মামলা করবেন তিনি। সঙ্গে হুঁশিয়ারির সুরে জানান, ‘সব সীমা লঙ্ঘন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বারবার আমার নামে মিথ্যা বলছেন। তিনি আমার চরিত্র হনন করেছেন। এটা মেনে নেব না। আমি মানহানির মামলা করব মমতা বন্দ্যোপাধ্য়ায়ের নামে।’

একইসঙ্গে রাজ্যপাল এও জানান, মুখ্যমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে সবরকম সম্মান তিনি দেখান। মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর ‘কনস্টিটিউশনাল কলিগ’। তিনি তা কখনওই ভোলেন না। বোসের কথায়, ‘আমার চরিত্র নিয়ে এভাবে মমতা বন্দ্যোপাধ্য়ায় বলতে পারেন না। আমার সম্মানহানি কোনও ভাবেই মেনে নেব না। মিথ্যা দিয়ে এভাবে চরিত্র হনন করার অধিকার ওনার নেই।’ শুধু তাই নয়, রাজ্যের প্রশাসনিক প্রধানের বিরুদ্ধে একদিকে যেমন কড়া শব্দ চয়ন করেছেন রাজ্যের সাংবিধানিক প্রধান। জানিয়েছেন, আদালতেও যাচ্ছেন। এ প্রসঙ্গে তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী বলেন, ‘উনি বলছেন মানহানির মামলা করবেন। ওনার বিরুদ্ধে এমন সব ভয়ঙ্কর অভিযোগ উঠছে। বাংলার মানুষও তা জানেন। এখন গলা তুললে হবে না। বরং ওনার সততা থাকলে হাফ ভিডিয়ো ফুটেজ না দিয়ে পুরো ভিডিয়ো ফুটেজ দিন।’

প্রসঙ্গত, দুই বিধায়কের শপথ পাঠকে ঘিরে গত কয়েকদিন ধরে রাজভবনের সঙ্গে স্নায়ুযুদ্ধে রাজ্য। গত বৃহস্পতিবার নবান্নে বসে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘রাজভবনে কেন সবাই যাবে? রাজভবনে যা কীর্তি কেলেঙ্কারি চলছে, তাতে মেয়েরা যেতে ভয় পাচ্ছে বলে আমার কাছে অভিযোগ এসেছে।’ এরপরই শোনা যাচ্ছিল রাজভবন আইনের দ্বারস্থ হতে পারে। এবার রাজ্যপাল নিজেই বললেন সে কথা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − fourteen =