চাকরিহারা অশিক্ষক কর্মীদের যে ভাতা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে রাজ্য় সরকারের তরফ থেকে এবার সেই সিদ্ধান্তকেই চ্যালেঞ্জ জানিয়ে আদালতের শরনাপন্ন বঞ্চিত নিয়োগ প্রার্থীরা। গ্রুপ সি, গ্রুপ ডি কর্মীদের এই ভাতা দেওয়ার সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলাও হয় মঙ্গলবার। এরপরই জরুরি মামলার অনুমতিও দেন বিচারপতি অমৃতা সিনহা। একইসঙ্গে বিচারপতি এও জানান,বৃহস্পতিবার এই মামলার শুনানি।
প্রসঙ্গত, এপ্রিল মাসের হিসাবে অনুসারে গ্রুপ সি কর্মীরা পাবেন ২৫ হাজার টাকা করে ভাতা। আর গ্রুপ ডি কর্মী পাবেন ২০ হাজার টাকা করে ভাতা। মন্ত্রিসভার বৈঠকের পর এমনটাই ঘোষণা করে রাজ্য সরকার। গত ১৪ মে নবান্ন থেকে মুখ্যমন্ত্রী বলেন,‘গ্রুপ সি ও গ্রুপ ডি-র মাইনে যাঁরা পাচ্ছেন না, তাঁদের ক্ষেত্রে আমরা একটা পলিসি তৈরি করেছি। ওয়েস্ট বেঙ্গল লেবার ডিপার্টমেন্টের অধীনে একটা স্কিমের অধীনে ২০২৫-এর ১ এপ্রিল থেকে গ্রুপ সি ২৫ হাজার ও গ্রুপ ডি ২০ হাজার টাকা করে পাবেন।’
এই প্রসঙ্গে বলে রাখা শ্রেয়, স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগ হওয়া ২৬ হাজারের চাকরি বাতিল করেছে সুপ্রিম কোর্ট। তাতে শিক্ষকদের পাশাপাশি শিক্ষাকর্মীরাও রয়েছেন। রাজ্য সরকারের আর্জিতে সাড়া দিয়ে আদালত বলেছে, পুনর্বিবেচনার মামলা নিষ্পত্তি না-হাওয়া পর্যন্ত চাকরি হারানো শিক্ষকেরা স্কুলে যেতে পারবেন। কিন্তু শিক্ষাকর্মীদের ক্ষেত্রে সেই অনুমোদন দেয়নি আদালত। সে কারণেই বিকল্প পদ্ধতি গ্রহণ করতে হয় রাজ্য সরকারকে।