যুব তৃণমূলের গোষ্ঠীসংঘর্ষ। তারই জেরে উত্তপ্ত হয়ে উঠল কলকাতার বড়তলা থানা এলাকা। সামনে এসেছে বিডন স্ট্রিট সংলগ্ন এলাকায় এক যুবককে খুনের চেষ্টার অভিযোগ। সূত্রে খবর, ইট, রড, কাচের বোতল দিয়ে সন্তু হালদার নামে ওই যুবককে মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, সন্তু এলাকায় যুব তৃণমূলের সঙ্গে যুক্ত। তৃণমূলের আর এক যুবনেতা রাহুল ঝার গোষ্ঠীর সঙ্গে তাঁর দীর্ঘদিনের বিরোধ। মঙ্গলবার রাহুল ঝা ও তাঁর দলবল সন্তুকে বেধড়ক মারধর করেন বলে অভিযোগ। রড, কাচের বোতল দিয়ে মারধরে রাস্তাতেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন সন্তু। সঙ্গে সঙ্গে তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর মুখ ও মাথায় ৩৯টি সেলাই করতে হয়েছে। আপাতত হাসপাতালে চিকিৎসাধীন তিনি।
স্থানীয় বাসিন্দারা জানান, রাজ্যের এক মন্ত্রীর ঘনিষ্ঠ রাহুল ঝা। এলাকায় যুব তৃণমূলেরই অন্য গোষ্ঠীর হয়ে কাজ করেন সন্তু। সেই কারণে তাঁর উপর হামলা হয়েছে বলে অভিযোগ। রাহুল ঝা ও আরও কয়েকজনের নামে বড়তলা থানায় অভিযোগ দায়ের হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
তবে বিডন স্ট্রিটে যুব তৃণমূলের গোষ্ঠীসংঘর্ষের অভিযোগ নিয়ে এখনও তৃণমূলের তরফে কোনও মন্তব্য করা হয়নি। এদিকে বিভিন্ন সময় রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূলের গোষ্ঠীসংঘর্ষের খবর সামনে এসেছে বহুবার। এরপর দলের শীর্ষ নেতৃত্ব বার্তা দিয়েছে, দলে কোনও গোষ্ঠীকোন্দল বরদাস্ত করা হবে না বলেও। তবে এই বার্তায় কাজের কাজ যে কিছু হয়নি তা এদিনের এই বিডন স্ট্রিটের ঘটনা থেকেই স্পষ্ট।