ইডেন্স গার্ডন্সের গ্যালারিতে উদ্ধার হল এক যুবকের ঝুলন্ত দেহ। সোমবার সকাল সাড়ে সাতটা নাগাদ ওই যুবকের দেহ ঝুলতে দেখতে পান ইডেনেরই এক কর্মী। এরপর তিনি খবর দেন পুলিশকে। এরপর ইডেনে আসে ময়দান থানার পুলিশ। এরপর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। ময়দান থানা পুলিশ সূত্রে খবর, মৃত যুবকের নাম ধনঞ্জয় বারিক। ২১ বছরের ওই যুবক আদতে ওড়িশার ভদ্রক জেলার বাসিন্দা। তাঁর বাবা গণেশ চন্দ্র বারিক ইডেনের গ্রাউন্ড স্টাফের কাজ করেন। ইডেনের স্টাফ কোয়ার্টারে সম্প্রতি থাকছিলেন ধনঞ্জয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ময়দান থানার পুলিশ সূত্রে এও জানা গেছে, সোমবার সকালে তাঁদের কাছে ফোন আসে। ফোনে জানানো হয়, ইডেনের গ্যালারির কে- ব্লকে এক যুবকের দেহ ঝুলছে। প্রসঙ্গত, রবিবার থেকেই নিখোঁজ ছিলেন ওই যুবক। তাঁর খোঁজ না মেলায় ময়দান থানায় নিখোঁজের ডায়েরিও করা হয়েছিল। এর পরদিই উদ্ধার হয় ওই যুবকের দেহ
ময়দান থানা সূত্রে আরও জানানো হয়েছে, ইডেনে মালির কাজ করেন গণেশ চন্দ্র বারিক। তিনি ওড়িশার ভদ্রক জেলার পলাসি গ্রামের বাসিন্দা। সেখান থেকেই তাঁর ছেলে ধনঞ্জয় এসেছিলেন তাঁর কাছে। এখানে বাবার কাছেই কোয়ার্টারেই থাকছিলেন ধনঞ্জয়। গণেশবাবু জানান, ওড়িশা থেকে কলকাতায় কাজের খোঁজেই এসেছিলেন ওই যুবক। কিন্তু অনেক চেষ্টা করেও চাকরি জোটাতে পারেননি ওই যুবক। এর জেরে ধনঞ্জয় হতাশ ছিলেন বলে জানান তাঁর বাবা এবং কাকা। আর তারই জেরে এই আত্মহত্যা বলে মনে করছে পুলিশ।