শহিদ দিবসকে কেন্দ্র করে  স্বাস্থ্য শিবির প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন আর সেবাশ্রয়ের

এবার একুশে জুলাইয়ে দুভাগে তৃণমূলের মেডিক্যাল ক্যাম্প হচ্ছে। আর তা হচ্ছে তৃণমূলের চিকিৎসক সংগঠনের ব্যানারে এই মেডিক্যাল ক্যাম্প পরিচালনায় প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের পাশাপাশি থাকছে সেবাশ্রয়‌ও। কারণ, প্রতি বছর তৃণমূলের শহিদ দিবসের সমাবেশে কয়েক লক্ষ মানুষ ধর্মতলায় আসেন। এদিকে ছাব্বিশে বিধানসভা নির্বাচনের আগে এবার ভিড় আরও বেশি হওয়ার সম্ভাবনা। তৃণমূল সূত্রে খবর, বিধাননগর, যুবভারতী, গীতাঞ্জলির মেডিক্যাল ক্যাম্প পরিচালনার দায়িত্বে থাকছে সেবাশ্রয়। আর ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র, উত্তীর্ণ, শিয়ালদহ, কলকাতা স্টেশনে মেডিক্যাল ক্যাম্প পরিচালনার দায়িত্বে থাকছে প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন।

এই প্রসঙ্গে বলে রাখা শ্রেয়, আরজি কর কাণ্ডের পর রাজ্যের স্বাস্থ্য ক্ষেত্রে রাশ ধরে রাখতে শশী পাঁজাকে মাথায় রেখে তৈরি হয় প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন বা পিএইচএ পাশাপাশি ভেঙে দেওয়া হয় তৃণমূলের পুরনো প্রোগ্রেসিভ ডক্টর্স অ্যাসোসিয়েশনের ব্যানারে থাকা সবকটি চিকিৎসক সংগঠন। আবার ডায়মন্ড হারবারে সেবাশ্রয়ের ব্যানারে এক মাস ধরে স্বাস্থ্য শিবির করেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই মঞ্চ থেকে শাসকদল নিয়ে চিকিৎসকদের মধ্যে অসন্তোষ দূর করার চেষ্টা সর্বতোভাবে করতে দেখা গেছে অভিষেককে।

ঘটনাচক্রে, তৃণমূলের সাসপেন্ডেড নেতা তথা চিকিৎসক শান্তনু সেন সেবাশ্রয়ের উদ্বোধনী অনুষ্ঠানে থাকার আমন্ত্রণ পেয়েছিলেন। অন্যদিকে, ওই অনুষ্ঠানে উপস্থিত থাকতে চাইলেও আমন্ত্রণ পাননি পিএইচ‌এর প্রথম সারির চিকিৎসক নেতারা। এই আবহে একুশে জুলাই উপলক্ষে দুটি পৃথক ব্যানারে মেডিক্যাল ক্যাম্প নজর কেড়েছে।

এ নিয়ে প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের সভানেত্রী শশী পাঁজার বক্তব্য, ‘পিএইচ‌এ এবার‌ই প্রথম একুশে জুলাই মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করছে। প্রথমবার আমরা সবকটি ক্যাম্পের দায়িত্ব নিতে পারব না বলে জানিয়েছিলাম। সেবাশ্রয়‌ও খুব ভাল কাজ করছে। কোন‌ও ভাগ নেই।

সেবাশ্রয়ের মঞ্চে দেখা গেল তৃণমূলের চিকিৎসক নেতা নির্মল মাজি বললেন, ‘অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত সেবাশ্রয় সারা পশ্চিমবঙ্গে আলোড়ন সৃষ্টি করেছে। সেই সেবাশ্রয়ই একুশে জুলাইয়ের সবচেয়ে বড় দুটো মেডিক্যাল ক্যাম্প পরিচালনা করছে। এটা আমাদের দলই ঠিক করেছে। সেবাশ্রয় তাদের সেবার কাজ চালিয়ে যাচ্ছে।অর্থাৎ, আপাত দৃষ্টিতে শিবির আলাদা হলেও আদতে একইসঙ্গে পথ চলার কথাই জানালো প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন আর সেবাশ্রয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 + one =