দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ফের ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, রবিবার পর্যন্ত বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে। শুধু দক্ষিণবঙ্গ নয়, রবিবার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গের একাধিক জেলাতেও।
একইসঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে এও জানানো হয়েছে, শুক্রবার কলকাতায় বাড়তে পারে বৃষ্টির পরিমাণ। এছাড়াও পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, হাওড়া এবং হুগলিতেও হতে পারে ভারী বৃষ্টি।এরপর শনিবার বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে দশ জেলায়। ওই দিনে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনায়। বাকি অন্যান্য জেলাতেও বজ্রবিদ্যুৎ–সহ হালকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা আছে। তবে রবিবার এই বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। রবিবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে।
অন্যদিকে উত্তরবঙ্গেও দেওয়া হয়েছে ভারী বৃষ্টির সতর্কতা। শুক্রবার জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শনিবার অপেক্ষাকৃত বেশি বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুরে। রবিবার জলপাইগুড়ি এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ–সহ ভারী বৃষ্টি হতে পারে।আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বৃহস্পতিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস, বুধবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৭ ডিগ্রি সেলসিয়াস কম। এ দিন শহরে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯৭ শতাংশ এবং সর্বনিম্ন ৭৭ শতাংশ। সঙ্গে এও জানানো হয়েছে, শুক্রবার কলকাতায় বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বাড়বে।