বিকেলের পরে রাজ্যের কয়েকটি জেলায় ঝেঁপে বৃষ্টিপাত হতে পারে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ৷
দার্জিলিং,কোচবিহার,জলপাইগুড়ি,উত্তর দিনাজপুর,দক্ষিণ দিনাজপুর,মালদহে ভারী বৃষ্টিপাতের সতর্কতা আবহাওয়া দফতরের ৷ জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে অতিভারী বৃষ্টিপাত হতে পারে সর্বাধিক ২০০ মিলি বৃষ্টিপাত হতে পারে। এই দুই জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দফতরের পক্ষ থেকে ৷ পূর্ব মেদিনীপুর,উত্তর ২৪ পরগনা,কলকাতা, হাওড়া, হুগলি,পুরুলিয়া,ঝাড়গ্রাম,বাঁকুড়া,পূর্ব বর্ধমান,পশ্চিম বর্ধমান,মুর্শিদাবাদ,নদিয়ায় মাঝারি বৃষ্টিপাত হতে পারে ৷ সঙ্গে এও জানানো হয়েছে, দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় হলুদ সতর্কতা জারি থাকবে।
তবে বৃহস্পতিবার উত্তরবঙ্গে বেশ কিছুটা বৃষ্টিপাত কমতে পারে ৷ তবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টিপাত হতে পারে ৷ পাশাপাশি দার্জিলিং,জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহে মাঝারি থেকে হালকা বজ্রপাত-সহ বৃষ্টিপাত হতে পারে৷ এদিকে দক্ষিণবঙ্গে কলকাতা, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান,মুর্শিদাবাদ,নদিয়ায়,পূর্ব মেদিনীপুর,উত্তর ২৪ পরগনায় মাঝারি বৃষ্টিপাত হতে পারে ৷
তবে শুক্রবার উত্তরবঙ্গে বৃষ্টিপাত কমবে কিছুটা। এদিকে দক্ষিণবঙ্গে কলকাতা,হাওড়া,হুগলি,পুরুলিয়া,ঝাড়গ্রাম,বাঁকুড়া, পুরুলিয়া,পূর্ব বর্ধমান,পশ্চিম বর্ধমান,মুর্শিদাবাদ,নদিয়া,বীরভূম,পূর্ব মেদিনীপুর,উত্তর ২৪ পরগনায় মাঝারি বৃষ্টিপাত হতে পারে ৷ পাশাপাশি দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় থাকবে হলুদ সতর্কতা জারি থাকবে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ৷ সঙ্গে এও জানানো হয়েছে আগামী ১২ অগাস্ট শনিবার ফের উত্তরবঙ্গে বৃষ্টিপাত হতে পারে ৷ জলপাইগুড়ি, কালিম্পং,আলিপুরদুয়ারে অতিভারী বৃষ্টিপাত হতে পারে কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর ৷ এদিকে দক্ষিণবঙ্গে কলকাতা,হাওড়া,হুগলি, পুরুলিয়া,ঝাড়গ্রাম,বাঁকুড়া,পুরুলিয়া,পূর্ব ও পশ্চিম বর্ধমান,মুর্শিদাবাদ,কলকাতা,হাওড়া,হুগলি,পুরুলিয়া,ঝাড়গ্রাম,বাঁকুড়া, পুরুলিয়া,পূর্ব বর্ধমান,পশ্চিম বর্ধমান,মুর্শিদাবাদ,নদিয়া,বীরভূম,পূর্ব মেদিনীপুর,উত্তর ২৪ পরগনায় মাঝারি বৃষ্টিপাত হতে পারে ৷
১৩ অগাস্ট জলপাইগুড়ি,কালিম্পং, আলিপুরদুয়ারে অতিভারী বৃষ্টিপাত হতে পারে কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর ৷ এদিকে দক্ষিণবঙ্গে কলকাতা,হাওড়া,হুগলি,পুরুলিয়া,ঝাড়গ্রাম, বাঁকুড়া,পুরুলিয়া,পূর্ব ও পশ্চিম বর্ধমান,মুর্শিদাবাদ,নদিয়ায,বীরভূম, পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা মাঝারি বৃষ্টিপাত হতে পারে ৷