ভারী বৃষ্টির অশনি সঙ্কেত দক্ষিণবঙ্গের আকাশে। সর্বশেষ রিপোর্টে আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার পর্যন্ত ওয়াইড স্প্রেইড রেইনের সম্ভাবনা দক্ষিণবঙ্গে।
শুক্রবার বৃষ্টির পরিমাণ কম হলেও ভারী বৃষ্টির সম্ভাবনা শনিবার। শনিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সব জেলার বেশিরভাগ অংশই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গের ছয় জেলায়। পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং হুগলি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি। রবিবার বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। সব জেলাতেই ওয়াইড স্প্রেইড রেইনের সম্ভাবনা। অন্যদিকে উত্তরবঙ্গের পাঁচটি জেলার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারের মধ্যে একটি বা দুটি জায়গায় ভারী বৃষ্টি হবে শুক্রবার। বাকি তিনটি জেলা অর্থাৎ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহতে বেশিরভাগ অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।
শুক্রবার কলকাতার আবহাওয়া ছিল মেঘলা। একইসঙ্গে আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে এও জানানো হয়েছে, কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। আর সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রির আশপাশে থাকবে। বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে।