ওড়িশা ও সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঘূর্ণাবর্ত এবং পূর্ব–পশ্চিম অক্ষরেখা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে বিস্তৃত। সঙ্গে রয়েছে সক্রিয় মৌসুমী অক্ষরেখা। এই ত্রিফলার প্রভাবে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। সঙ্গে এও জানানো হয়েছে, বজ্রবিদ্যুৎ–সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইবে।উত্তরবঙ্গে শনি ও রবিবার বৃষ্টি কিছুটা কমলেও সোমবার থেকে ভারী বৃষ্টির নতুন করে স্পেল শুরু হতে পারে।
আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে এও জানানো হয়েছে, দক্ষিণবঙ্গে রবিবার পর্যন্ত মূলত মেঘলা আকাশ। বিক্ষিপ্তভাবে ভারী থেকে বজ্রবিদ্যুৎ–সহ মাঝারি বৃষ্টি চলবে।একইসঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে হালকা ঝোড়ো হাওয়া বইতে পারে। রবিবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব–পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলাতে।
এরপর সোমবার থেকে বৃষ্টির প্রভাব কমবে। উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা। দার্জিলিং–সহ উপরের দিকের পাঁচ জেলাতে বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে দিনাজপুরেও। ভারী বৃষ্টি চলবে শুক্রবার পর্যন্ত। শনি ও রবিবার ভারী বৃষ্টির বিরতি। সোমবার থেকে ফের বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গের সব জেলাতে। বজ্রবিদ্যুৎ–সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে সব জেলাতেই।সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে।
কলকাতায় রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। দু–এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বজ্রবিদ্যুৎ–সহ বৃষ্টির সতর্কতা।সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে।সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে।
তবে রবিবার পর্যন্ত মূলত মেঘলা আকাশ। কখনও আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। রোদ উঠলে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অনেকটাই বেশি রয়েছে। এর পাশাপাশি আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে এও জানানো হয়েছে, কলকাতায় শুক্রবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৭.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.৫ ডিগ্রি সেলসিয়াস বেশি। বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.৪ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৮০ থেকে ৯৫ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বৃষ্টি হয়েছে ২.৫ মিলিমিটার।