শুভেন্দুকে সন্দেশখালি যাওয়ার অনুমতি হাইকোর্টের

ফের শুভেন্দু অধিকারীকে সন্দেশখালি যাওয়ার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। একইসঙ্গে একই অনুমতি দেওয়া হল আরও এক বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষকেও। কলকাতা হাইকোর্ট সূত্রে খবর, জেলিয়াখালি গ্রামপঞ্চায়েতের অন্তর্গত হালদারপাড়ায় যাওয়ার অনুমতি বুধবার দেন বিচারপতি কৌশিক চন্দের বেঞ্চ। আদালত সূত্রে এও খবর, সোমবার সন্দেশখালি যেতে চেয়ে মামলা করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু। তারই প্রেক্ষিতে সোমবার আদালত প্রশ্ন করেছিল, সোমবারই কেন তিনি যেতে চাইছেন। এরপরই বুধবার শুনানির দিন ঠিক হয়। এরপর এদিন এই শুনানির পর আদালতের নির্দেশ বৃহস্পতিবার সন্দেশখালি যেতে পারেন তিনি। একইসঙ্গে গত ২৬ ফেব্রুয়ারি জারি করা নতুন ১৪৪ ধারার যে বিজ্ঞপ্তি রয়েছে তার উপরও অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হয়। তবে হাইকোর্ট এদিন পাশাপাশি এও জানিয়েছে, আগের সমস্ত বিধিনিষেধ বহাল থাকবে। শুভেন্দুকেও আগের মতই পুলিশের কাছে অঙ্গীকারপত্র দিতে হবে।

এদিকে রাজ্যের বক্তব্য, শুভেন্দু অধিকারী যেদিন সন্দেশখালি গিয়েছিলেন, সেদিন সেখানে অনেক লোকের জমায়েত হয়েছিল। তাঁর সঙ্গে বিজেপির স্থানীয় নেতারাও ছিলেন। পুলিশ আধিকারিকদের উদ্দেশ্য করে আপত্তিকর মন্তব্য করা হয় বলেও এদিন আদালতে জানানো হয় রাজ্যের তরফ থেকে। এরই পাশাপাশি রাজ্যের তরফ থেকে এদিন এও জানানো হয়,‘একজন আইপিএসকে মন্তব্যের প্রেক্ষিতে আমরা এফআইআর করতে চেয়ে মামলা করছি। ইতিমধ্যেই বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেছি।’ পাল্টা শুভেন্দুর আইনজীবী বলেন, ‘আমরা রাজ্যের এই অভিযোগের বিরোধিতা করছি।’ এই প্রসঙ্গে বিচারপতি কৌশিক চন্দ জানান, ‘রাজনৈতিক ব্যক্তিরা গেলে এলাকার মানুষ তো আসবেনই।’ একইসঙ্গে যেখানে শুভেন্দু অধিকারী যেতে চান, অর্থাৎ জেলিয়াখালি গ্রামপঞ্চায়েতের অন্তর্গত হালদারপাড়া, সেখানে কোনও গোলমাল হয়েছে কি না  তার রিপোর্ট দেখতে চান। এরই প্রত্যুত্তরে রাজ্য জানায়, যেখান থেকে অজিত মাইতি গ্রেফতার হয়েছে সেই ঝুপখালি থেকে এই এলাকাগুলি কাছেই। তাছাড়া জেলিয়াখালিতে গত ৯ ফেব্রুয়ারি গোলমাল হয়েছে। এরপরই বিচারপতির মন্তব্য, এরপর থেকে আর কোনও গণ্ডগোলের অভিযোগ জেলিয়াখালিতে নেই। এদিকে রাজ্যের তরফ থেকেও জানানো হয়,  জেলিয়াখালিতে পুলিশ পিকেট আছে। এরপর উভয়পক্ষের সওয়াল জবাব শেষে আদালত শুভেন্দুকে সন্দেশখালি যাওয়ার অনুমতি দেয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − 1 =