আগামী ২১ জুলাই উত্তরকন্যা অভিযানের কথা ঘোষণা করা হয়েছে বঙ্গ বিজেপির তরফ থেকে। কসবা ল কলেজে গণধর্ষণ–কাণ্ডের প্রতিবাদে এই উত্তরকন্যা অভিযানের ডাক দেওয়া হয়েছে। বঙ্গের স্যাফ্রন ব্রিগেড সূত্রে খবর, এই মিছিল হওয়ার কথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে। বৃহস্পতিবার এই অভিযানে অনুমতি দিল আদালত। শর্তসাপেক্ষে অনুমতি দেয় কলকাতা হাইকোর্ট।
তবে এই মিছিল নিয়ে আরোপ করা হয়েছে বেশ কয়েকটি শর্ত। তিনবাত্তি মোড় থেকে চুনাভাটি মোড় ভিডিওকন গ্রাউন্ড পর্যন্ত মিছিল সেখানে করা যাবে। প্রতিটি গ্রুপে ১০০ জনের বেশি মিছিল করে যাওয়া যাবে না। তবে সভায় ১০,০০০ মানুষ উপস্থিত থাকতে পারবেন বলে নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে ওই দিনই তৃণমূলের শহিদ দিবস পালনের কর্মসূচিও রয়েছে।স্বাভাবিকভাবেই একই দিনের বিজেপির তরফে কর্মসূচি ঘোষণা হওয়ায় বঙ্গের রাজনৈতিক পারদ চড়ছে।তবে এই উত্তরকন্যা অভিযানকে গুরুত্ব না দেওয়ার বার্তা দেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিকে, বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে ২১ জুলাইয়ের সভা নিয়ে মামলা ছিল এদিন। বিচারপতি এই সভা নিয়ে কার্যত বিরক্তি প্রকাশ করতে দেখা যায় বিচারপতি ঘোষকে। অন্যদিকে, বিজেপি ওইদিনের সভায় অনুমতি পেল এদিন।