কলকাতার বুকে ১৪টি বেআইনি নির্মাণ নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট, প্রয়োজনে ভাঙার নির্দেশ

কলকাতা শহরের বুকে পাশাপাশি ১৪টি পুরোদস্তুর বেআইনি নির্মাণের হদিশ মিলল হাইকোর্টে মামলার জেরে। গার্ডেনরিচের বহুতল ভেঙে পড়ার পরে এখন কলকাতা ও হাওড়ার বেআইনি নির্মাণ নিয়ে কড়া পদক্ষেপ করছে হাইকোর্ট। এমনই একটি মামলায় সামনে আসে ২৯ নম্বর ওয়ার্ড এবং ক্যানাল ইস্ট রোডে ১৪টি নির্মাণের প্রসঙ্গ। এরপরই হাইকোর্ট পুরসভাকে সময় বেঁধে ওই সব বেআইনি নির্মাণ নিয়ে শুনানি করতে বলে। শুনানিতে বেআইনি নির্মাণের ব্যাপারে পুরসভা নিশ্চিত হলে ওই সবক’টি নির্মাণ ভেঙে ফেলারও নির্দেশ দেয় হাইকোর্ট। এরই পাশাপাশি এত দিন কী করে এতগুলি বেআইনি নির্মাণ শহরের বুকে দাঁড়িয়ে থাকে, পুরসভার কাছে সে কৈফিয়তও চলব করেছেন বিচারপতি অমৃতা সিনহা।

এদিকে আদালত সূত্রে খবর, পুরসভার কোনও অনুমতি ছাড়াই দীর্ঘদিন ধরে ওই নির্মাণগুলি তৈরি হয়েছে। গত শুনানিতে হাইকোর্ট পুরসভাকে অভিযোগ খতিয়ে দেখে রিপোর্ট দিতে বলে। এদিন পুরসভা জানায়, নারকেলডাঙা থানা এলাকায় ৩ নম্বর বরোর ২৯ নম্বর ওয়ার্ডে পরপর ১৪টি বেআইনি নির্মাণ রয়েছে। যার কোনওটিরই স্যাংশনড প্ল্যান নেই।

বিষয়টি জানার পরেই বিচারপতি সিনহা পাল্টা প্রশ্ন করেন, এত দিন ধরে কলকাতা পুরসভা কী করছিল বা কী ভাবে পুরসভার নজর এড়িয়ে চোদ্দটি বেআইনি নির্মাণ গড়ে উঠল তা নিয়ে। উত্তরে পুরসভার আইনজীবী জানান, ইতিমধ্যেই ওই বেআইনি নির্মাণগুলিকে পুর-আইনের ৪০১ নম্বর ধারায় নোটিস দেওয়া হয়েছে। বিচারপতি নির্দেশ দেন, অবিলম্বে ডিজি বিল্ডিংকে এ ব্যাপারে পদক্ষেপ করতে হবে। সঙ্গে এ নির্দেশও দেন, আগামী সাত সপ্তাহের মধ্যে ওই ১৪টি বেআইনি নির্মাণের মালিকদের ডেকে শুনানি করতে হবে পুরসভাকে। তাতে বেআইনি নির্মাণের ব্যাপারে নিশ্চিত হলে পুরসভা সেগুলি ভেঙে ফেলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − five =