১৫ বছর পর মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি কর্মী নিয়োগে ছাড়পত্র কলকাতা হাইকোর্টের। একইসঙ্গে নির্দেশ ২১ দিনের মধ্যে ফল প্রকাশের। বুধবার বিচারপতি পার্থসারথি সেন নির্দেশ দেন, নিয়োগ প্রক্রিয়া চালিয়ে নিয়ে যেতে পারবে মাদ্রাসা সার্ভিস কমিশন। দীর্ঘ দিন পরে আদালতের এই রায়ের ফলে ২৯২টি শূন্যপদ পূরণে জট কাটল।
২০১০ সালে বাম আমলে মাদ্রাসা স্কুলে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়। পরের বছর, অর্থাৎ ২০১১ সালে নতুন সরকারের আমলে এই পরীক্ষা নেওয়া হয়। অনেক চাকরিপ্রার্থী পরীক্ষা নিয়ে প্রশ্ন তোলায় আবার পরীক্ষা নেয় ওই কমিশন। পরীক্ষা পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলে একাধিক মামলা দায়ের হয়। মামলাগুলির জটে এত দিন ফলপ্রকাশ হয়নি। মামলার ভিত্তিতে গোটা নিয়োগের ওপর স্থগিতাদেশ জারি করে কলকাতা হাইকোর্ট।