সন্দেশখালির ৩ খুনের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের

উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে তিনটি খুনের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তের। একইসঙ্গে তিনি এ নির্দেশও দেন,সিট গঠন করে যুগ্ম অধিকর্তার নেতৃত্বে তদন্ত করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

২০১৯ সালে ওই তিন বিজেপি কর্মীকে খুন করা হয়েছিল বলে অভিযোগ। ওই ঘটনায় নাম জড়িয়েছিল শেখ শাহজাহানের। ২০১৯ সালের ৮ জুন সন্দেশখালির বাসিন্দা প্রদীপ মণ্ডল, দেবদাস মণ্ডল এবং সুকান্ত মণ্ডলকে খুনের অভিযোগ ওঠে। নিহতেরা তিন জনই বিজেপি কর্মী ছিলেন। প্রদীপ ছিলেন পরিবারের মেজ ছেলে। তাঁকে তাড়া করে নিয়ে গিয়ে গুলি করে খুন করা হয় বলে অভিযোগ পরিবারের। প্রদীপের তুতো ভাই সুকান্তের বাড়িতেও দুষ্কৃতীরা হামলা চালিয়েছিল। একই কায়দায় তাঁকেও গুলি করে হত্যা করা হয়েছিল বলে অভিযোগ। সন্দেশখালিরই অপর এক বাসিন্দা দেবদাস মণ্ডলকেও ওই সময় খুন করা হয়েছিল বলে অভিযোগ। ওই খুনের মামলার প্রাথমিক চার্জশিটে নাম ছিল শাহজাহানের। কিন্তু পরে সিআইডির হাতে তদন্তভার গেলে চার্জশিট থেকে তাঁর নাম বাদ যায় বলে দাবি মৃত তিন বিজেপি কর্মীর পরিবারের সদস্যদের। শুধু তাই নয়, ২০২২ সালে অপর একটি খুনের মামলাতেও চার্জশিটে শাহজাহানের নাম উঠে এসেছিল। কিন্তু পরে ওই মামলায় জামিন পেয়ে যান। ।এই তিন খুনের মামলায় সোমবার সিবিআই তদন্তের নির্দেশ দেন হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 + ten =